গান ৮৯
কথা শোনো, বাধ্য হও আর সুখী হও
১. য-দি শু-নি যি-শুর ক-থা আজ আ-মি,
আর য-দি চ-লি তাঁর শি-ক্ষার আ-লোয়,
খু-শি-তে ভ-রে যা-বে মন-টা জা-নি;
থাক-ব যি-হো-বার কা-ছে সব-স-ময়।
(কোরাস)
ক-থা শু-নি, বা-ধ্য হই,
তাঁর শি-ক্ষা-তেই ব-ড় হই।
য-দি দে-খাই আম-রা জ-গ-তের নই,
ঈ-শ্ব-রের আ-শিস পা-বই।
২. পা-থ-রের বা-ড়ির ম-তো যদি আম-রা
হ-তে চাই আজ-কে স-বাই খুব মজ-বুত,
তা-হ-লে শুন-তে হ-বে যাঃ-য়ের ক-থা,
যি-শুর ম-তো যি-নি ছি-লেন নিঃ-খুঁত।
(কোরাস)
ক-থা শু-নি, বা-ধ্য হই,
তাঁর শি-ক্ষা-তেই ব-ড় হই।
য-দি দে-খাই আম-রা জ-গ-তের নই,
ঈ-শ্ব-রের আ-শিস পা-বই।
৩. ঠিক যে-মন জ-লের কা-ছে যে-গাছ বা-ড়ে,
স-ময় ম-তন জা-নি দে-বে সে ফল।
ঠিক তে-মন কা-ছে য-দি থা-কি যাঃ-য়ের,
বা-ধ্য হ-লে জা-নি হ-ব স-ফল।।
(কোরাস)
ক-থা শু-নি, বা-ধ্য হই,
তাঁর শি-ক্ষা-তেই ব-ড় হই।
য-দি দে-খাই আম-রা জ-গ-তের নই,
ঈ-শ্ব-রের আ-শিস পা-বই।
(আরও দেখুন দ্বিতীয়. ২৮:২; গীত. ১:৩; হিতো. ১০:২২; মথি ৭:২৪-২৭; লূক ৬:৪৭-৪৯)