গান ৭১
আমরা যিহোবার সৈন্য
-
১. আম-রা যি-হো-বার সৈ-ন্য।
ক-ঠিন আজ ল-ড়াই,
ঈ-শ্ব-রের যু-দ্ধ-স-জ্জা
প-রি-ধান ক-রি তাই।
যি-শুর আ-জ্ঞার অ-ধী-নে
কর-ব প্র-তি-রোধ,
আম-রা পা-ব না ভয়
য-তই হোক বি-রোধ।
(কোরাস)
আম-রা যি-হো-বার সৈ-ন্য
আ-নন্-দে জা-নাই,
সু-স-মা-চার রা-জ্যের
প্র-চার ক-রে যাই।
-
২. আম-রা যি-হো-বার সা-ক্ষি,
অ-নু-গ-ত দাস।
খুঁ-জে যাই তা-দের যা-রা
ফে-লে রোজ দী-র্ঘ-শ্বাস।
প-রম-দে-শের আ-শা, চাই
জা-নুক প্র-তি-জন,
স-ভা-তে তাই আ-সার
জা-নাই আ-ম-ন্ত্রণ।
(কোরাস)
আম-রা যি-হো-বার সৈ-ন্য
আ-নন্-দে জা-নাই,
সু-স-মা-চার রা-জ্যের
প্র-চার ক-রে যাই।
-
৩. আম-রা যি-হো-বার সৈ-ন্য,
যি-শুর অ-ধী-নে
রই যু-দ্ধের জ-ন্য প্র-স্তুত।
এ-গোই যে সাব-ধা-নে।
দৃ-ঢ় থা-কি এ-ক-তায়,
বি-শ্বা-সে অ-টল।
জা-নি ঠিক বি-প-দে
কর-বেন যাঃ স-বল।
(কোরাস)
আম-রা যি-হো-বার সৈ-ন্য
আ-নন্-দে জা-নাই,
সু-স-মা-চার রা-জ্যের
প্র-চার ক-রে যাই।
(আরও দেখুন ফিলি. ১:৭; ফিলী. ২.)