গান ৬২
নতুন গান গাও
-
১. গাও ন-তুন এই গান, ক-রে যি-হো-বার জ-য়-গান।
জা-নাও তাঁর ম-হৎ কাজ, যা বি-শ্বে দে-খি আজ।
তাঁর স-বল দু-হাত কর-বে উ-দ্ধার পে-লে আ-ঘাত।
নি-খুঁত তাঁর ন্যায়-বি-চার দূর কর-বেন অ-বি-চার।
(কোরাস)
গাও এই গান
আ-নন্-দে ন-তুন গান।
আ-মা-দের
যি-হো-বা যে ম-হান।
-
২. গাও প্র-শং-সার গান, যি-হো-বার না-মের গু-ণ-গান।
পৃ-থি-বী-তে জা-নাও, আ-নন্-দে তাঁর সু-নাম।
জোর গ-লায় গাও তাই প্র-শং-সায় তাঁর সাম-নে স-বাই।
তূ-রী, বী-ণা বা-জাও এক সু-রে, তা-লে তাই।
(কোরাস)
গাও এই গান
আ-নন্-দে ন-তুন গান।
আ-মা-দের
যি-হো-বা যে ম-হান।
-
৩. সব ন-দী, পা-হাড় এক-স-ঙ্গে গাই-ছে এক ছ-ন্দে।
তাঁর গৌ-র-বে ম-গ্ন তা-দের ম-ধুর ক-ন্ঠ।
রোজ ভূ-মি, আ-কাশ প্র-শং-সায় ক-রে কী উ-ল্লাস!
আর সেই-স-ঙ্গে যাঃ-য়ের শ-ক্তির ক-রে প্র-কাশ।
(কোরাস)
গাও এই গান
আ-নন্-দে ন-তুন গান।
আ-মা-দের
যি-হো-বা যে ম-হান।
(আরও দেখুন গীত. ৯৬:১; ১৪৯:১; যিশা. ৪২:১০.)