সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ২৯

আনব তোমার নামের গৌরব

আনব তোমার নামের গৌরব

(যিশাইয় ৪৩:১০-১২)

  1. ১. পি-তা যি-হো-বা, তো-মার প্রেম অ-নন্‌-ত,

    প্র-জ্ঞা অ-পূর্‌-ব আর শক্‌-তি অ-সীম।

    তো-মার-ই ন্যায়-বি-চার অ-তু-ল-নী-য়।

    তু-মি যে রা-জা অ-নন্‌-ত-কা-লীন।

    ক-তই না খু-শি তো-মার সে-বক হ-য়ে,

    তো-মার আ-শিস ক-রি রোজ অ-নু-ভব।

    (কোরাস)

    দি-লে যি-হো-বা, সা-ক্ষি হও-য়ার সু-যোগ।

    আ-নি যে-ন তো-মার না-মের গৌ-রব।

  2. ২. এ-ক-ত্রে কাজ ক-রি স-ক-লে য-খন

    এ-কে অ-পর-কে বা-সি যে ভা-লো।

    তো-মার ব্যক্‌-তি-ত্ব আর স-ত্য স-বাই-কে

    জা-নি-য়ে পা-ব আ-নন্‌-দ আর-ও।

    যাঃ, তো-মার নাম দি-য়ে হই প-রি-চি-ত—

    আম-রা যে যো-গ্য নই পে-তে এই সব!

    (কোরাস)

    দি-লে যি-হো-বা, সা-ক্ষি হও-য়ার সু-যোগ।

    আ-নি যে-ন তো-মার না-মের গৌ-রব।

(আরও দেখুন দ্বিতীয়. ৩২:৪; গীত. ৪৩:৩; দানি. ২:২০, ২১)