সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৫৫

মোদের সুখ চিরস্থায়ী

মোদের সুখ চিরস্থায়ী

(গীতসংহিতা ১৬:১১)

  1. ১. ওই তা-রা-তে ভ-রা আ-কাশ

    আর দিন-রা-ত্রি, তার

    সৌ-ন্দ-র্য-কে ক-রে প্র-কাশ,

    দে-খায় প্রেম তো-মার।

    ভূ-মি, সা-গর তো-মার হা-তের কাজ,

    সব সৃ-ষ্টি যা র-য়ে-ছে আজ

    তো-মায় দেয় যে সুখ।

    (কোরাস)

    তো-মার সৃ-ষ্টি-তে আ-ন-ন্দ,

    মু-ক্তির বা-র্তায় হই জী-ব-ন্ত।

    জা-নি প-রম-দেশ আস-বে।

    ত-বে তো-মার প্রেম সী-মা-হীন।

    তো-মার ব-ন্ধু-ত্ব চি-র-দিন।

    তু-মি যে ম-হান এ-কাই,

    মো-দের সুখ চি-র-স্থা-য়ী!

  2. ২. যি-হো-বা-কেই শু-ধু যে চাই।

    সেই সুখ আন-তে তাই

    যা দে-খি, শু-নি, বু-ঝি তা

    হৃ-দয় ছুঁ-য়ে যায়।

    শু-রু-তে দি-লে সি-দ্ধ-তা;

    ম-নে ছি-ল আ-ব-দ্ধ তা,

    এক সু-খী জী-বন।

    (কোরাস)

    তো-মার সৃ-ষ্টি-তে আ-ন-ন্দ,

    মু-ক্তির বা-র্তায় হই জী-ব-ন্ত।

    জা-নি প-রম-দেশ আস-বে।

    ত-বে তো-মার প্রেম সী-মা-হীন।

    তো-মার ব-ন্ধু-ত্ব চি-র-দিন।

    তু-মি যে ম-হান এ-কাই,

    মো-দের সুখ চি-র-স্থা-য়ী!

    (ব্রীজ)

    তো-মার পু-ত্রের ব-লি ছা-ড়া

    নয় স-ম্ভব এই সুখ;

    তাঁর ত্যাগ-স্বী-কার

    ক-রে উ-দ্ধার যা-তে সুখ হয় চি-র-স্থা-য়ী!

    (কোরাস)

    তো-মার সৃ-ষ্টি-তে আ-ন-ন্দ,

    মু-ক্তির বা-র্তায় হই জী-ব-ন্ত।

    জা-নি প-রম-দেশ আস-বে।

    ত-বে তো-মার প্রেম সী-মা-হীন।

    তো-মার ব-ন্ধু-ত্ব চি-র-দিন।

    তু-মি যে ম-হান এ-কাই,

    মো-দের সুখ চি-র-স্থা-য়ী!

    (কোরাস)

    তো-মার সৃ-ষ্টি-তে আ-ন-ন্দ,

    মু-ক্তির বা-র্তায় হই জী-ব-ন্ত।

    জা-নি প-রম-দেশ আস-বে।

    ত-বে তো-মার প্রেম সী-মা-হীন।

    তো-মার ব-ন্ধু-ত্ব চি-র-দিন।

    তু-মি যে ম-হান এ-কাই,

    মো-দের সুখ চি-র-স্থা-য়ী!