সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৪২

আমাদের প্রত্যাশা দৃঢ়ভাবে ধরে রাখো

আমাদের প্রত্যাশা দৃঢ়ভাবে ধরে রাখো

(ইব্রীয় ৬:১৮, ১৯)

  1. ১. মা-নুষ অ-সি-দ্ধ, আর চ-লে-ছে আঁ-ধা-রে।

    তাই তার প্র-চেষ্‌-টা সব হ-ল না স-ফল।

    এক-ই যে ভুল ক-রে সে বা-রে বা-রে,

    নি-জে-কে উ-দ্ধা-রে হয় বি-ফল।

    (কোরাস)

    এ-সো স-বাই তাই আ-নন্‌-দে গান গাই,

    তাঁর পু-ত্র যে শেষ কর-বেন ভয়, তা জা-নাই।

    সেই-স-ঙ্গে শেষ কর-বেন মা-নু-ষের ক্লেশ। 

    তাই রা-খি প্র-ত্যা-শা, দেখ-ব প-রম-দেশ।

  2. ২. আস-ছে যি-হো-বার দিন, তৈ-রি থা-কো স-বাই।

    কেউ বল-বে না “লাগ-বে যে আর ক-ত দিন!”

    মুক্‌-তির আ-নন্‌-দে, চ-লো রা-জ্যের গান গাই।

    থাক-ব না যে আর পা-পের অ-ধীন।

    (কোরাস)

    এ-সো স-বাই তাই আ-নন্‌-দে গান গাই,

    তাঁর পু-ত্র যে শেষ কর-বেন ভয়, তা জা-নাই।

    সেই-স-ঙ্গে শেষ কর-বেন মা-নু-ষের ক্লেশ। 

    তাই রা-খি প্র-ত্যা-শা, দেখ-ব প-রম-দেশ।

(আরও দেখুন গীত. ২৭:১৪; উপ. ১:১৪; যোয়েল ২:১; হবক্‌. ১:২, ৩; রোমীয় ৮:২২.)