সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৩৮

পাকা চুল শোভার মুকুট

পাকা চুল শোভার মুকুট

(হিতোপদেশ ১৬:৩১)

  1. ১. ম-ণ্ড-লীর ব-য়স্‌-ক-রা

    স-ত্যিই আ-শীর্‌-বাদ!

    আজ-ও র-ত তা-রা যে

    সে-বা-তে দিন রাত।

    কেউ অ-সু-স্থ, কেউ দুর্‌-বল,

    কেউ সা-থি-হা-রা।

    পি-তা, তো-মার স্মৃ-তি-তে

    থা-কুক আজ তা-রা।

    (কোরাস)

    পি-তা তু-মি তা-দের

    বি-শ্বাস দে-খ সব।

    চাই তো-মার প্রেম তা-রা

    ক-রুক অ-নু-ভব।

  2. ২. যাঃ-য়ের যা-রা প্রি-য় দাস,

    বি-শ্বা-সে অ-টুট,

    বাড়-লে ব-য়স পা-কা চুল

    হয় তা-দের মু-কুট।

    আম-রা যে-ন তা-দের-কে

    দিই য-থা সম্‌-মান—

    যৌ-ব-নে যি-হো-বা-কে

    দি-য়ে-ছেন মন-প্রাণ!

    (কোরাস)

    পি-তা তু-মি তা-দের

    বি-শ্বাস দে-খ সব।

    চাই তো-মার প্রেম তা-রা

    ক-রুক অ-নু-ভব।