সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৩৫

যিহোবার আন্তরিক অনুরোধ: প্রিয় সন্তানেরা, জ্ঞানবান হও

যিহোবার আন্তরিক অনুরোধ: প্রিয় সন্তানেরা, জ্ঞানবান হও

(হিতোপদেশ ২৭:১১)

  1. ১. হে প্রি-য় কম-ব-য়-সি,

    দাও আ-মায় হৃ-দয়,

    আর শয়-তান-কে ক-রো

    ভুল প্র-মাণ সব-স-ময়।

    চাই জ-গৎ দে-খুক, কর-লে

    স্বে-চ্ছায় স-মর্‌-পণ,

    তাই দাও তু-মি সে-বা-তে

    তো-মার সর্‌-বো-ত্তম।

    (কোরাস)

    শো-নো আ-মার সব প্রি-য় সন্‌-তান,

    হও স-দা তোম-রা জ্ঞা-ন-বান।

    নিজ ই-চ্ছায় ক-রো আ-মার সে-বা।

    এ-ভা-বে দাও আ-মায় সম্‌-মান।

  2. ২. তো-মার সব-টা দি-লে

    পা-বে খু-শি প্র-চুর।

    হ-তে পা-রে জী-বন

    এই জ-গ-তে নিষ্‌-ঠুর

    যাই ঘ-টুক, ধ-রো আ-মার

    হাত যে সর্‌-ব-দা

    জে-নো আ-মি তো-মায়

    ক-খন-ও ছাড়-ব না।

    (কোরাস)

    শো-নো আ-মার সব প্রি-য় সন্‌-তান,

    হও স-দা তোম-রা জ্ঞা-ন-বান।

    নিজ ই-চ্ছায় ক-রো আ-মার সে-বা।

    এ-ভা-বে দাও আ-মায় সম্‌-মান।