সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১০১

একতায় সেবা করি

একতায় সেবা করি

(ইফিষীয় ৪:৩)

  1. ১. এই জ-গৎ যে ভী-ষণ অ-সার।

    তাই, যি-হো-বা কর-লেন উ-দ্ধার।

    গাই-ছি আম-রা এ-ক-তার সুর।

    শান্‌-তি আ-ছে ভর-পুর।

    এ-ক-তা চ-মৎ-কার,

    স-ত্যি কী ম-ধুর!

    আর-ও বে-শি কর-তে প্র-চার

    বা-ধ্য থাক-ব খ্রিস্‌-টের আ-জ্ঞার।

    এ-তে স-ফল হ-তে বার বার

    এ-ক-তা খুব দর-কার।

  2. ২. ক-রি বি-ন-তি, ও পি-তা,

    র-ক্ষা ক-রো এই এ-ক-তা,

    এক হই যে-ন চিন্‌-তা-ধা-রায়,

    যে-ন তা প্রেম বা-ড়ায়।

    ভাই-বোন-দের-কে আম-রা

    খুব ভা-লো-বা-সি।

    ভাই-বোন-দের-কে প্রেম দে-খা-লে

    আর যি-হো-বার আ-শিস পে-লে,

    এ-ক-তায় সব সন্‌-ধ্যে স-কাল

    কর-ব কাজ চি-র-কাল।

(আরও দেখুন মীখা ২:১২; সফ. ৩:৯; ১ করি. ১:১০)