সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১০০

অতিথি হিসেবে তাদের গ্রহণ করো

অতিথি হিসেবে তাদের গ্রহণ করো

(প্রেরিত ১৭:৭)

  1. ১. উ-দার যি-হো-বা খু-লে দেন তাঁর দু-হাত,

    ক-রেন না তি-নি ক-খন-ও প-ক্ষ-পাত।

    ওই পূর্‌-ণি-মার আ-লো

    লা-গে স-বার ভা-লো,

    সু-স্বা-দু খা-বার জু-ড়ায় সব প্রাণ।

    তাই, আম-রা হ-তে চাই-লে যি-হো-বার দাস,

    অ-তি-থি-সে-বার কর-ব যে খুব অ-ভ্যাস।

    যি-হো-বা-কে য-খন

    ক-রি অ-নু-ক-রণ,

    পা-ব তাঁর কা-ছে উ-চ্চ এক স্থান।

  2. ২. য-খন-ই অ-ব্রা-হাম বা তার ভাই-পো লোট

    দেখ-লেন তার বা-ড়ি আস-ছে অ-চে-না লোক,

    ত-খন-ই সেই দু-জন

    কর-লেন খুব আ-প্যা-য়ন,

    না জে-নে অ-তি-থি স্বর্‌-গ-দূত।

    বোন লু-দি-য়া-ও উ-ত্তম উ-দা-হ-রণ—

    তার বা-ড়ি-তে ভাই-দের কর-লেন নি-মন্‌-ত্রণ!

    আজ আম-রা-ও স-বাই

    সেই ম-তো হ-তে চাই,

    যি-হো-বার ম-তো দি-তে প্রস্‌-তুত।