যিশাইয় ৪৬:১-১৩
৪৬ বেল দেবতা নত হল, নবো দেবতা ঝুঁকে পড়ল।
তাদের মূর্তিগুলো পশুদের উপর, ভারবহনকারী পশুদের উপর চাপানো হল,ঠিক যেভাবে ক্লান্ত পশুদের উপর ভারী জিনিসপত্র চাপানো হয়।
২ তারা একসঙ্গে ঝুঁকে পড়ল এবং নত হল,তারা নিজেদের মূর্তিগুলো রক্ষা করতে পারল না, যেগুলোকে বোঝার মতো নিয়ে যাওয়া হচ্ছে*আর তারা নিজেরাও বন্দিত্বে চলে গেল।
৩ “হে যাকোবের পরিবার, হে ইজরায়েলের পরিবারের সমস্ত অবশিষ্ট লোক, আমার কথা শোনো!
আমি তোমাদের জন্মের সময় থেকে তোমাদের যত্ন নিচ্ছি, গর্ভে থাকার সময় থেকে তোমাদের বহন করছি।
৪ তোমাদের বৃদ্ধবয়স পর্যন্ত আমি একই থাকব,তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত আমি তোমাদের বহন করব।
আমি যেমনটা করে এসেছি, তেমনই আমি তোমাদের নিয়ে যাব,তোমাদের বহন করব এবং তোমাদের উদ্ধার করব।
৫ তোমরা কার সঙ্গে আমার মিল খুঁজবে কিংবা আমাকে কার সমান করে তুলবে?
আর কার সঙ্গে আমার তুলনা করে বলবে যে, আমরা একইরকম?
৬ এমন লোক রয়েছে, যারা তাদের থলি থেকে সোনা ঢেলে দেয়,যারা দাঁড়িপাল্লায় রুপো ওজন করে।
তারা স্বর্ণকারকে কাজে নিযুক্ত করে আর সে সেটা দিয়ে একটা দেবতা তৈরি করে।
তারপর, তারা সেটার সামনে উবুড় হয়ে মাটিতে মাথা ঠেকায়, হ্যাঁ, তারা সেটার উপাসনা করে।
৭ তারা সেটাকে কাঁধে তুলে নেয়,তারা সেটাকে নিয়ে যায়, সেটাকে নিজের জায়গায় রাখে আর সেটা সেখানে দাঁড়িয়ে থাকে।
সেটা নিজের জায়গা থেকে একটুও নড়ে না।
তারা সেটার সামনে কান্নাকাটি করে, কিন্তু সেটা কোনো উত্তর দেয় না,সেটা কাউকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না।
৮ হে অপরাধীরা, এই কথাগুলো স্মরণে রেখো।
এগুলো তোমাদের হৃদয়ে গেঁথে রেখো, যাতে তোমরা সাহসের সঙ্গে কাজ করতে পার।
৯ অনেক আগের* বিষয়গুলো স্মরণ করো,স্মরণ করো, আমিই ঈশ্বর, আর কেউ নেই।
আমিই ঈশ্বর, আমার মতো আর কেউ নেই।
১০ শুরু থেকেই আমি বলে দিই, শেষে কী হবেআর অনেক আগে থেকেই আমি সেই বিষয়গুলো বলে দিই, যেগুলো এখনও হয়নি।
আমি বলি, ‘আমার সিদ্ধান্ত* পরিপূর্ণ হবেইআর আমার যা ইচ্ছা, আমি তা-ই করব।’
১১ আমি পূর্ব দিক* থেকে একটা শিকারি পাখিকে ডেকেছি,দূর দেশ থেকে একজন ব্যক্তিকে ডেকেছি, যেন সে আমার সিদ্ধান্ত* অনুযায়ী কাজ করে।
আমি বলেছি, আমিই সেটা পূর্ণ করব।
আমি পরিকল্পনা করেছি, আমিই সেই অনুযায়ী কাজ করব।
১২ হে একগুঁয়ে হৃদয়ের লোকেরা,তোমরা, যারা সঠিক কাজ করা থেকে অনেক দূরে রয়েছ, আমার কথা শোনো।
১৩ আমি আমার ন্যায়বিচার কাছে নিয়ে এসেছি,সেটা দূরে নেই,আমার পরিত্রাণে দেরি হবে না।
আমি সিয়োনকে পরিত্রাণ, ইজরায়েলকে আমার মহিমা দেব।”
পাদটীকাগুলো
^ অর্থাৎ পশুদের উপরে চাপানো মূর্তিগুলো।
^ আক্ষ., “প্রথম।”
^ বা “উদ্দেশ্য।”
^ বা “আমি সূর্যোদয়।”
^ বা “উদ্দেশ্য।”