ইয়োব ১:১-২২
১ ঊষ দেশে ইয়োব* নামে একজন ব্যক্তি থাকতেন। তিনি সমস্ত বিষয়ে সৎ ও বিশ্বস্ত* ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং মন্দতা থেকে দূরে থাকতেন।
২ তার সাতটি ছেলে এবং তিনটি মেয়ে ছিল।
৩ তার কাছে ৭,০০০টা মেষ, ৩,০০০টা উট, ১,০০০টা* গরু ও ষাঁড় এবং ৫০০টা গাধী ছিল। তার অনেক দাস-দাসীও ছিল। তিনি পূর্ব দিকে বসবাসরত লোকদের মধ্যে সবচেয়ে মহান ছিলেন।
৪ ইয়োবের প্রতিটি ছেলে নিজের নির্ধারিত দিনে* নিজের বাড়িতে খাওয়া-দাওয়ার আয়োজন করত আর তারা তাদের তিন জন বোনকেও নিমন্ত্রণ করত।
৫ তাদের সবার খাওয়া-দাওয়ার দিন শেষ হওয়ার পর ইয়োব তার সন্তানদের ডেকে পাঠাতেন, যাতে তিনি তাদের শুচি করতে পারেন। তারপর, তিনি সকাল সকাল উঠে তার প্রত্যেক সন্তানের জন্য হোমবলি উৎসর্গ করতেন কারণ ইয়োব বলতেন: “আমার সন্তানেরা হয়তো কোনো পাপ করেছে আর মনে মনে ঈশ্বরের নিন্দা করেছে।” ইয়োব সবসময় এমনটাই করতেন।
৬ একদিন সত্য ঈশ্বরের পুত্রেরা* যিহোবার সামনে একত্রিত হলেন। শয়তানও* তাদের মাঝে এল।
৭ যিহোবা শয়তানকে জিজ্ঞেস করলেন: “তুমি কোথা থেকে এলে?” শয়তান যিহোবাকে বলল: “পৃথিবীর মধ্যে এদিক-ওদিক ঘুরে এলাম।”
৮ তখন যিহোবা শয়তানকে বললেন: “তুমি কি আমার দাস ইয়োবকে লক্ষ করেছ? পৃথিবীতে তার মতো কেউ নেই। সে সমস্ত বিষয়ে সৎ ও বিশ্বস্ত।* সে ঈশ্বরকে ভয় করে এবং মন্দতা থেকে দূরে থাকে।”
৯ এতে শয়তান যিহোবাকে বলল: “ইয়োব কি এমনি এমনি ঈশ্বরকে ভয় করে?
১০ তুমি কি তাকে, তার বাড়িকে এবং তার সমস্ত কিছুকে সুরক্ষিত রাখার জন্য চারিদিকে বেড়া দাওনি? তুমি তার সমস্ত কাজের উপর আশীর্বাদ করেছ আর তার পশুপালের সংখ্যা এত বাড়িয়ে তুলেছ যে, সেগুলো সারা দেশে ছড়িয়ে পড়েছে।
১১ কিন্তু, এবার তুমি তোমার হাত বাড়িয়ে তার সমস্ত কিছু কেড়ে নাও আর দেখো, সে তোমার সামনেই* তোমার নিন্দা করবে।”
১২ তখন যিহোবা শয়তানকে বললেন: “দেখো! ইয়োবের সমস্ত কিছুই তোমার হাতে রয়েছে। তোমার যা ইচ্ছা, তুমি করো, শুধু ইয়োবকে স্পর্শ কোরো না!” তখন শয়তান যিহোবার সামনে থেকে চলে গেল।
১৩ তারপর, যে-দিন ইয়োবের ছেলে-মেয়েরা তার বড়ো ছেলের বাড়িতে খাওয়া-দাওয়া করছিল এবং দ্রাক্ষারস* পান করছিল,
১৪ সেই দিন একজন বার্তাবাহক এসে ইয়োবকে বলল: “ষাঁড়গুলো খেতে লাঙল টানছিল আর গাধীগুলো পাশেই চরছিল,
১৫ এমন সময় সবায়ীয়েরা আক্রমণ করল আর সমস্ত পশু লুট করে নিয়ে গেল। তারা আপনার দাসদের তলোয়ার দিয়ে মেরে ফেলল। কেবল আমিই বেঁচে গিয়েছি আর আপনাকে এই খবরটা দিতে এসেছি।”
১৬ তার কথা শেষ হওয়ার আগেই আরেকজন এসে বলল: “আকাশ থেকে ঈশ্বরের আগুন* নেমে এসে আপনার মেষদের ও দাসদের পুড়িয়ে ছাই করে দিয়েছে! কেবল আমিই বেঁচে গিয়েছি আর আপনাকে এই খবরটা দিতে এসেছি।”
১৭ তার কথা শেষ হওয়ার আগেই আরেকজন এসে বলল: “কল্দীয়েরা তিনটে দল বেঁধে এসে আপনার উটগুলোর উপর আক্রমণ করেছে এবং সেগুলো নিয়ে চলে গিয়েছে। তারা আপনার দাসদের তলোয়ার দিয়ে মেরে ফেলেছে। কেবল আমিই বেঁচে গিয়েছি আর আপনাকে এই খবরটা দিতে এসেছি।”
১৮ তার কথা শেষ হওয়ার আগেই আরেকজন এসে বলল: “আপনার ছেলে-মেয়েরা আপনার বড়ো ছেলের বাড়িতে খাওয়া-দাওয়া করছিল এবং দ্রাক্ষারস* পান করছিল।
১৯ হঠাৎই প্রান্তর থেকে একটা প্রচণ্ড ঝড় উঠে সেই বাড়ির চারটে কোনায় আঘাত করল আর এতে পুরো বাড়িটা আপনার সন্তানদের উপর ভেঙে পড়ল আর তারা মারা গেল। কেবল আমিই বেঁচে গিয়েছি আর আপনাকে এই খবরটা দিতে এসেছি।”
২০ এই কথা শোনামাত্র ইয়োব উঠলেন এবং দুঃখে নিজের পোশাক ছিঁড়লেন আর নিজের মাথার সমস্ত চুল কেটে ফেললেন। তিনি উবুড় হয়ে মাটিতে মাথা ঠেকালেন
২১ আর বললেন:
“আমি আমার মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছিআর উলঙ্গই ফিরে যাব।
যিহোবা দিয়েছেন আর যিহোবাই নিয়েছেন।
যিহোবার নামের প্রশংসা হতে থাকুক।”
২২ এত কিছু হওয়ার পরও ইয়োব পাপ করলেন না কিংবা তার প্রতি যে-মন্দ বিষয়গুলো ঘটেছিল, সেগুলোর জন্য ঈশ্বরকে দোষ দিলেন না।
পাদটীকাগুলো
^ সম্ভবত এর অর্থ, “ঘৃণার শিকার।”
^ বা “নির্দোষ।”
^ আক্ষ., “৫০০ জোড়া।”
^ বা “নিজের পালা অনুযায়ী।”
^ ঈশ্বরের স্বর্গদূতদের জন্য ব্যবহৃত ইব্রীয় বাগ্ধারা।
^ শব্দকোষ দেখুন।
^ বা “নির্দোষ।”
^ আক্ষ., “তোমার মুখের উপরে।”
^ বা “ওয়াইন।”
^ বা সম্ভবত, “থেকে বিদ্যুৎ।”
^ বা “ওয়াইন।”