আমি কেন বাপ্তিস্ম নেব?
অধ্যায় ৩৭
আমি কেন বাপ্তিস্ম নেব?
নীচে দেওয়া কথাগুলো সঠিক না কি ভুল, চিহ্নিত করো:
যিহোবাকে সেবা করার জন্য বাপ্তিস্ম নিতেই হবে।
□ সঠিক
□ ভুল
বাপ্তিস্মের মূল উদ্দেশ্য হল তোমাকে পাপ করা থেকে রক্ষা করা।
□ সঠিক
□ ভুল
বাপ্তিস্ম তোমাকে উদ্ধার পেতে সাহায্য করবে।
□ সঠিক
□ ভুল
বাপ্তিস্ম না নিলে তুমি যা-ই কর না কেন, ঈশ্বরের কাছে তোমাকে কোনো নিকাশ দিতে হবে না।
□ সঠিক
□ ভুল
তোমার বন্ধুরা বাপ্তিস্ম নিচ্ছে, তার মানে তুমিও বাপ্তিস্ম নিতে প্রস্তুত।
□ সঠিক
□ ভুল
তুমি হয়তো ঈশ্বরের মান অনুযায়ী জীবনযাপন করছ, তাঁর সঙ্গে তোমার বন্ধুত্বকে দৃঢ় করছ এবং তোমার বিশ্বাস সম্বন্ধে অন্যদেরও জানাচ্ছ। তা হলে, বাপ্তিস্ম সম্বন্ধে চিন্তা করা স্বাভাবিক। তবে তুমি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত কি না, তা কীভাবে জানতে পারবে? এর উত্তর জানার জন্য এসো, উপরে দেওয়া কথাগুলো নিয়ে চিন্তা করে দেখি।
● যিহোবাকে সেবা করার জন্য বাপ্তিস্ম নিতেই হবে।
সঠিক। যিশু আদেশ দিয়েছিলেন, তাঁর শিষ্যেরা যেন বাপ্তিস্ম নেয়। (মথি ২৮:১৯, ২০) এমনকী যিশু নিজেও বাপ্তিস্ম নিয়েছিলেন। এক্ষেত্রে যিশুকে অনুকরণ করার জন্য তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে, বাপ্তিস্ম নেওয়ার অর্থ কী এবং তোমাকে ইচ্ছুক মনে তা করার সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র তার পরই তোমার বাপ্তিস্ম নেওয়া উচিত।
● বাপ্তিস্মের মূল উদ্দেশ্য হল তোমাকে পাপ করা থেকে রক্ষা করা।
ভুল। বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে তুমি জনসমক্ষে জানাও যে, তুমি তোমার জীবন যিহোবার কাছে উৎসর্গ করেছ। এটা কোনো কনট্রাক্ট সাইন করার মতো নয়, যেটা তোমাকে লুকিয়ে লুকিয়ে কোনো খারাপ কাজ করা থেকে আটকাবে। এর পরিবর্তে, যিহোবার কাছে জীবন উৎসর্গ করার মাধ্যমে তুমি দেখাও যে, তুমি তাঁর মান অনুযায়ী চলতে চাও।
● বাপ্তিস্ম তোমাকে উদ্ধার পেতে সাহায্য করবে।
সঠিক। বাইবেল জানায়, বাপ্তিস্ম হল উদ্ধার পাওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। (১ পিতর ৩:২১) তবে, বাপ্তিস্ম কোনো ইনসিওরেন্স পলিসির মতো তোমাকে বিপর্যয় থেকে বাঁচাবে, এমনটা নয়। এর পরিবর্তে, যিহোবার প্রতি তোমার প্রেম এবং চিরকাল তাঁকে সেবা করার তোমার ইচ্ছা তোমাকে বাপ্তিস্ম নেওয়ার জন্য অনুপ্রাণিত করবে।—মার্ক ১২:২৯, ৩০.
● বাপ্তিস্ম না নিলে তুমি যা-ই কর না কেন, ঈশ্বরের কাছে তোমাকে কোনো নিকাশ দিতে হবে না।
ভুল। যাকোব ৪:১৭ পদ বলে: “যে-কেউ সঠিক কাজ করতে জানে অথচ তা না করে, সে পাপ করে।” বাপ্তিস্ম নেওয়া হোক বা না-ই হোক, এটা সবার প্রতি প্রযোজ্য। তাই, যদি তুমি যা সঠিক, তা জান এবং জীবনে সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করে থাক, তা হলে এখনই হয়তো তোমার বাবা অথবা মা কিংবা একজন পরিপক্ব খ্রিস্টানের সঙ্গে কথা বলা ভালো হবে। এমনটা করলে বাপ্তিস্ম নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে, তা ভালোভাবে বুঝতে পারবে।
● তোমার বন্ধুরা বাপ্তিস্ম নিচ্ছে, তার মানে তুমিও বাপ্তিস্ম নিতে প্রস্তুত।
ভুল। বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত তোমাকে নিজেই নিতে হবে। (গীতসংহিতা ১১০:৩) তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে, একজন যিহোবার সাক্ষি হওয়ার জন্য কী কী করার প্রয়োজন রয়েছে এবং তোমাকে নিশ্চিত হতে হবে যে, তুমি সেই দায়িত্ব বহন করতে পারবে কি না। শুধুমাত্র তারপরই, তোমার বাপ্তিস্ম নেওয়া উচিত।—উপদেশক ৫:৪, ৫.
বাপ্তিস্ম তোমার জীবন পালটে দেবে
বাপ্তিস্ম তোমার জীবন পালটে দেবে আর এর মাধ্যমে তুমি প্রচুর আশীর্বাদ লাভ করতে পারবে। এর পাশাপাশি, এটা হল এক গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার মধ্যে তোমার উৎসর্গীকরণ অনুযায়ী জীবনযাপন করা অন্তর্ভুক্ত রয়েছে।
তুমি কি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত? যদি তা-ই হয়, তা হলে এটা খুবই আনন্দের বিষয় কারণ তোমার সামনে এক বিরাট বড়ো ও বিশেষ সুযোগ রয়েছে। আর তা হল, যিহোবাকে তোমার সম্পূর্ণ হৃদয় দিয়ে সেবা করা এবং তোমার জীবনধারার মাধ্যমে দেখানো যে, তুমি সত্যিই তাঁর কাছে নিজেকে উৎসর্গ করেছ।—মথি ২২:৩৬, ৩৭.
মুখ্য শাস্ত্রপদ
“তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলি হিসেবে উৎসর্গ করো। এভাবে তোমরা তোমাদের যুক্তি করার ক্ষমতা সহকারে পবিত্র সেবা প্রদান করবে।”—রোমীয় ১২:১.
পরামর্শ
বাবা-মায়ের সাহায্যে মণ্ডলীতে এমন কাউকে খোঁজার চেষ্টা করো, যিনি তোমাকে বাপ্তিস্ম নেওয়ার ক্ষেত্রে উন্নতি করতে সাহায্য করতে পারেন।—প্রেরিত ১৬:১-৩.
তুমি কি জানতে . . . ?
উদ্ধার পাওয়ার জন্য তোমাকে ‘যে-চিহ্নটী’ লাগানো হয়েছে, বাপ্তিস্ম হল সেই ‘চিহ্নটীর’ এক গুরুত্বপূর্ণ অংশ।—যিহিষ্কেল ৯:৪-৬.
আমি কি করব?
বাপ্তিস্ম নেওয়ার ক্ষেত্রে উন্নতি করার জন্য আমি বাইবেলের এই শিক্ষাগুলো আরও ভালোভাবে বুঝতে চাই: ․․․․․
এই বিষয়ে আমি আমার বাবা অথবা মাকে (বাবা-মাকে) যা জিজ্ঞেস করতে চাই, সেটা হল ․․․․․
তুমি কী মনে কর?
● কেন বাপ্তিস্ম নেওয়া একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ?
● কোন কোন কারণে একজন অল্পবয়সি তাড়াহুড়ো করে বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে?
● কোন কোন কারণে একজন অল্পবয়সি উৎসর্গীকরণ করার এবং বাপ্তিস্ম নেওয়ার ক্ষেত্রে ইতস্তত বোধ করতে পারে?
[ব্লার্ব]
“আমি যখন এই বিষয়টা মাথায় রাখি যে, আমার বাপ্তিস্ম নেওয়া হয়ে গিয়েছে, তখন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং এমন কোনো কাজ করা এড়িয়ে চলতে পারি, যা খারাপ পরিণতি নিয়ে আসতে পারে।”—হলি
[বাক্স/ছবি]
বাপ্তিস্ম সম্বন্ধে প্রায়ই যে-প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়
বাপ্তিস্ম কী চিত্রিত করে? জলে নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেওয়ার অর্থ হল এক স্বার্থপর জীবন শেষ করা এবং যিহোবার ইচ্ছা পালন করার জন্য আবারও জীবিত হওয়া।
যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করার অর্থ কী? এর অর্থ হল আত্মত্যাগের মনোভাব দেখানো এবং অন্য যেকোনো কিছুর চেয়ে ঈশ্বরের ইচ্ছাকে প্রথম স্থানে রাখার অঙ্গীকার করা। (মথি ১৬:২৪) বাপ্তিস্ম নেওয়ার আগেই প্রার্থনার মাধ্যমে যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করা উচিত।
বাপ্তিস্ম নেওয়ার আগে কীভাবে তোমার জীবনযাপন করা উচিত? তোমাকে বাইবেলে দেওয়া ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলতে হবে এবং তোমার বিশ্বাস সম্বন্ধে অন্যদের জানাতে হবে। এ ছাড়া, প্রার্থনা এবং বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে তোমাকে ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। অন্যেরা তোমাকে চাপ দিচ্ছে বলে নয় বরং স্বেচ্ছায় যিহোবাকে সেবা করা উচিত।
বাপ্তিস্ম নেওয়ার কি কোনো নির্দিষ্ট বয়স রয়েছে? যদিও বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে, যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করার অর্থ কী।
তুমি বাপ্তিস্ম নিতে চাও। তবে তোমার বাবা-মা চান, তুমি কিছু সময় অপেক্ষা কর, তা হলে? হতে পারে, তারা চান তুমি যেন খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার জন্য আরও বেশি অভিজ্ঞতা লাভ কর। তোমার বাবা-মায়ের পরামর্শ শোনো আর বাপ্তিস্ম না নেওয়া পর্যন্ত ঈশ্বরের সঙ্গে তোমার বন্ধুত্বকে আরও মজবুত করার চেষ্টা করতে থাকো।—১ শমূয়েল ২:২৬.
[বাক্স]
তুমি কি বাপ্তিস্ম নেওয়ার কথা চিন্তা করছ?
নীচে দেওয়া কিছু প্রশ্ন ও কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করো এবং দেখো যে, তুমি সত্যিই বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত কি না। তোমার উত্তর লেখার আগে দয়া করে উল্লেখিত সমস্ত শাস্ত্রপদ পড়ো।
যিহোবার উপর যে তোমার আস্থা রয়েছে, তা তুমি কোন কোন উপায়ে দেখাচ্ছ?—গীতসংহিতা ৭১:৫. ․․․․․
চিন্তা করার ক্ষমতাকে ব্যবহার করার মাধ্যমে, সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পার বলে তুমি কীভাবে দেখিয়েছ?—ইব্রীয় ৫:১৪. ․․․․․
তুমি কি নিয়মিতভাবে প্রার্থনা কর?
তুমি কি নির্দিষ্ট কোনো বিষয়ে প্রার্থনা কর? সেই প্রার্থনার থেকে কীভাবে দেখা যায় যে, তুমি যিহোবাকে ভালোবাস?—গীতসংহিতা ১৭:৬. ․․․․․
প্রার্থনা করার ক্ষেত্রে তুমি কোন কোন লক্ষ্য রাখতে পার, তা নীচে লেখো। ․․․․․
তুমি কি নিয়মিতভাবে ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন কর?—যিহোশূয়ের পুস্তক ১:৮. ․․․․․
তুমি কোন কোন বিষয় নিয়ে ব্যক্তিগত অধ্যয়ন কর? ․․․․․
ব্যক্তিগত অধ্যয়ন করার ক্ষেত্রে তুমি কোন কোন লক্ষ্য রাখতে পার, তা নীচে লেখো।
তুমি কি ভালোভাবে অন্যদের কাছে প্রচার করতে পার? (যেমন, তুমি কি অন্যের কাছে বাইবেলের মৌলিক শিক্ষা ব্যাখ্যা করতে পারবে? তুমি কি আগ্রহী ব্যক্তিদের কাছে পুনর্সাক্ষাৎ করতে যাও? তুমি কি কারো সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করছ?)
□ হ্যাঁ □ না
তোমার বাবা-মা প্রচারে না গেলেও তুমি কি প্রচারের অংশ নাও?—প্রেরিত ৫:৪২.
□ হ্যাঁ □ না
প্রচারে অংশ নেওয়ার ক্ষেত্রে তুমি কোন কোন লক্ষ্য রাখতে পার, তা নীচে লেখো।—২ তীমথিয় ২:১৫. ․․․․․
তুমি কি মণ্ডলীর প্রতিটা সভায় যোগ দাও?—ইব্রীয় ১০:২৫. ․․․․․
তুমি সভাগুলোতে কোন কোন উপায় অংশ নাও? ․․․․․
তোমার বাবা-মা সভায় যোগ দিতে না পারলেও তুমি কি যোগ দাও (যদি তোমার কাছে বাবা-মায়ের অনুমতি থাকে)?
□ হ্যাঁ □ না
তুমি কি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে পেরে সত্যিই খুশি?—গীতসংহিতা ৪০:৮.
□ হ্যাঁ □ না
বন্ধুবান্ধবের চাপ কাটিয়ে উঠতে পেরেছ এমন কোনো ঘটনা সম্বন্ধে নীচে লেখো।—রোমীয় ১২:২. ․․․․․
যিহোবার প্রতি তোমার ভালোবাসাকে দৃঢ় করে রাখার জন্য তুমি কী করতে পার?—যিহূদা ২০, ২১. ․․․․․
তোমার বাবা-মা ও বন্ধুবান্ধব যিহোবাকে সেবা করা যদি বন্ধ করে দেয়, তারপরও কি তুমি তাঁকে সেবা করা চালিয়ে যাবে?—মথি ১০:৩৬, ৩৭.
□ হ্যাঁ □ না
[ছবি]
বিয়ের মতো বাপ্তিস্মও জীবন পালটে দেয়। তাই, এটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়