সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৬

সহখ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করা কীভাবে আমাদের উপকৃত করে?

সহখ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করা কীভাবে আমাদের উপকৃত করে?

মাদাগাস্কার

নরওয়ে

লেবানন

ইতালি

এমনকী আমাদেরকে যদি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হয় অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বেরোতে হয়, তবুও আমরা আমাদের খ্রিস্টীয় সভাগুলোতে নিয়মিতভাবে যোগ দিই। জীবনের প্রতিদ্বন্দ্বিতাগুলো ও সারাদিনের কাজের পর ক্লান্তি সত্ত্বেও, সহবিশ্বাসীদের সঙ্গে মেলামেশা করার জন্য কেন যিহোবার সাক্ষিরা এই ধরনের প্রচেষ্টা করে থাকে?

আমাদের মঙ্গলের জন্য এটা জরুরি। মণ্ডলীতে যাদের সঙ্গে আমরা মেলামেশা করি তাদের সম্বন্ধে বলতে গিয়ে পৌল লিখেছিলেন, ‘পরস্পর মনোযোগ কর।’ (ইব্রীয় ১০:২৪) এই অভিব্যক্তিটির অর্থ হল যে, আমাদের একে অপরকে জানতে হবে। তাই প্রেরিতের কথাগুলো আমাদেরকে অন্যদের সম্বন্ধে চিন্তা করতে উৎসাহিত করে। অন্যান্য খ্রিস্টান পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার দ্বারা আমরা জানতে পারি যে, তাদের মধ্যে কেউ কেউ আমাদের মতো একই প্রতিদ্বন্দ্বিতাগুলোকে সফলভাবে কাটিয়ে উঠেছে আর তারা আমাদেরকেও সফল হতে সাহায্য করতে পারে।

এটা স্থায়ী বন্ধুত্ব গড়ে তোলে। আমাদের সভাগুলোতে আমরা যাদের সঙ্গে একত্রে মিলিত হই তারা শুধুমাত্র পরিচিতই নয়, সেইসঙ্গে ঘনিষ্ঠ বন্ধুও। অন্য উপলক্ষ্যগুলোতে আমরা গঠনমূলক আমোদ-প্রমোদ করায় একত্রে সময় কাটাই। এই ধরনের মেলামেশা করার কোন উপকারজনক প্রভাব রয়েছে? আমরা একে অপরকে আরও বেশি করে বুঝতে শিখি এবং তা আমাদের প্রেমের বন্ধনকে শক্তিশালী করে। তাই আমাদের বন্ধুরা যখন সমস্যার মুখোমুখি হয়, তখন অটুট বন্ধুত্ব থাকার কারণে আমরা সঙ্গেসঙ্গে তাদেরকে সাহায্য করি। (হিতোপদেশ ১৭:১৭) আমাদের মণ্ডলীর সমস্ত সদস্যের সঙ্গে মেলামেশা করার দ্বারা আমরা দেখাই যে, আমরা ‘পরস্পরের জন্য সমভাবে চিন্তা করি।’—১ করিন্থীয় ১২:২৫, ২৬.

যারা ঈশ্বরের ইচ্ছা পালন করছে তাদেরকে আপনার বন্ধু হিসেবে বেছে নেওয়ার জন্য আমরা আপনাকে উৎসাহিত করছি। আপনি যিহোবার সাক্ষিদের মধ্যে এই ধরনের বন্ধুদের খুঁজে পাবেন। দয়া করে কোনোকিছুকেই আপনাকে আমাদের সঙ্গে মেলামেশা করা থেকে বিরত করতে দেবেন না।

  • সভাগুলোতে একত্রে মেলামেশা করা কেন আমাদের জন্য উপকারজনক?

  • কখন আপনি আমাদের মণ্ডলীর সঙ্গে পরিচিত হতে চাইবেন?