পাঠ ১৬
গঠনমূলক ও ইতিবাচক
ইয়োব ১৬:৫
সারাংশ: সেই বিষয়গুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, যেগুলো একটা পরিস্থিতিকে আরও ভালো করে এবং শ্রোতাদের অনুপ্রাণিত করে।
যেভাবে এটা করা যায়:
-
শ্রোতাদের সম্বন্ধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। আস্থা রাখুন যে, আপনার সহবিশ্বাসীরা যিহোবাকে খুশি করতে চায়। এমনকী যদি পরামর্শও দিতে হয়, তারপরও যখনই সম্ভব প্রথমে আন্তরিকভাবে প্রশংসা করুন।
-
নেতিবাচক বিষয়বস্তুর পরিমাণ সীমিত রাখুন। কোনো বিষয়ের নেতিবাচক দিকগুলো সম্বন্ধে কেবল ততটাই উল্লেখ করুন, যতটা উল্লেখ করার উত্তম উদ্দেশ্য রয়েছে। সবমিলিয়ে আপনার উপস্থাপনাটা যেন ইতিবাচক শোনায়।
-
ঈশ্বরের বাক্যকে ভালোভাবে ব্যবহার করুন। এই বিষয়ে মনোযোগ আকর্ষণ করান যে, যিহোবা মানবজাতির জন্য কী করেছেন, কী করছেন এবং কী করবেন। আপনার শ্রোতাদের আশা ও সাহস প্রদান করুন।