অহংকার; গর্ব
গীত ৯৪:৪; ১৩৮:৬; হিতো ১১:২; ১৩:১০; ১৬:৫, ১৮; ১করি ১৩:৪; যাকোব ৩:৫, ১৪; ৪:৬, ১৬
আরও দেখুন, হিতো ২১:৪, ২৪; যির ৯:২৩, ২৪
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
বিচার ৭:১-৭—যিহোবা বিচারক গিদিয়োনের সৈন্যদের কমিয়ে ৩০০ জন করেছিলেন, যাতে লোকেরা স্পষ্টভাবে বুঝতে পারে যে, যিহোবাই জয়ী হতে সাহায্য করেন
-
২শমূ ৬:৬, ৭—যিহোবার পবিত্র সিন্দুক স্পর্শ করার অনুমতি না থাকা সত্ত্বেও উষঃ তা ধরার চেষ্টা করেছিলেন; তার এই অবাধ্যতার জন্য যিহোবা তাকে মেরে ফেলেছিলেন
-
২রাজা ১৮:২৮-৩৫—একজন বার্তাবাহকের মাধ্যমে অশূরের রাজা সন্হেরীব গর্ব করে বলেছিলেন, যিহোবা জেরুসালেমকে অশূরের হাত থেকে উদ্ধার করতে পারবেন না
-
২বংশা ২৬:১৬-২১—রাজা উষিয়ের অহংকারী মনোভাব ও কাজের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল
-
ইষ্টের ৫:৯-১৪; ৭:৯, ১০—হামন একজন অহংকারী ব্যক্তি ছিলেন; তাকে দেখে মর্দখয় যখন উঠে দাঁড়াননি, তখন তিনি অপমান বোধ করেছিলেন আর তার অহংকারী মনোভাবের কারণে অবশেষে তাকে মারা যেতে হয়েছিল
-
যিহি ২৮:১১-১৫, ১৭, ১৯—সোরের রাজা তার ধনসম্পদ ও শক্তির কারণে অহংকারী হয়ে উঠেছিলেন আর পরে তাকে শেষ করে দেওয়া হয়েছিল
-