সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৬

মৃত ব্যক্তিদের জন্য কোন আশা রয়েছে?

মৃত ব্যক্তিদের জন্য কোন আশা রয়েছে?

১. মৃত ব্যক্তিদের সম্বন্ধে সুসমাচারটা কী?

 যিশু যখন যিরূশালেমের নিকটবর্তী বৈথনিয়াতে এসেছিলেন, তখন লাসার মারা যাওয়ার পর ইতিমধ্যেই চার দিন পার হয়ে গিয়েছিল। যিশু সেই মৃত ব্যক্তির বোন মার্থা ও মরিয়মের সঙ্গে কবরের কাছে গিয়েছিলেন। শীঘ্র, সেখানে অন্যান্য লোকেরাও জড়ো হয়েছিল। যিশু যখন লাসারকে পুনরুত্থিত করেছিলেন, তখন মার্থা ও মরিয়মের যে-আনন্দ হয়েছিল, তা কি আপনি কল্পনা করতে পারেন?—পড়ুন, যোহন ১১:২১-২৪, ৩৮-৪৪.

 মার্থা ইতিমধ্যেই মৃত ব্যক্তিদের বিষয়ে সুসমাচার সম্বন্ধে অবগত ছিলেন। তিনি জানতেন যে, যিহোবা মৃত ব্যক্তিদেরকে পুনরায় পৃথিবীতে বেঁচে থাকার জন্য পুনরুত্থিত করবেন।—পড়ুন, ইয়োব ১৪:১৪, ১৫.

২. মৃত ব্যক্তিরা কোন অবস্থায় রয়েছে?

ঈশ্বর আদমকে বলেছিলেন: “তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে।” —আদিপুস্তক ৩:১৯.

 মানুষকে ধুলো থেকে তৈরি করা হয়েছে। (আদিপুস্তক ২:৭; ৩:১৯) আমরা মাংসিক দেহে বসবাসরত কোনো আত্মা নই। আমরা মাংসিক প্রাণী, তাই মৃত্যুর পর আমাদের দেহের কোনো অংশই বেঁচে থাকে না। আমরা যখন মারা যাই, তখন আমাদের মস্তিষ্কও মারা যায় আর সেইসঙ্গে আমাদের চিন্তা ও কল্পনাও নষ্ট হয়ে যায়। তাই, লাসার তাঁর মৃত্যুর অভিজ্ঞতা সম্বন্ধে কিছুই বলেননি কারণ মৃত ব্যক্তিরা কিছুই জানে না।—পড়ুন, গীতসংহিতা ১৪৬:৪; উপদেশক ৯:৫, ৬, ১০.

 ঈশ্বর কি লোকেদেরকে মৃত্যুর পর আগুনে পুড়িয়ে যাতনা দেন? যেহেতু বাইবেল দেখায় যে, মৃত ব্যক্তিরা কিছুই জানে না, তাই নরকাগ্নির শিক্ষা স্পষ্টতই এক মিথ্যা শিক্ষা, যা ঈশ্বরের অপবাদ নিয়ে আসে। লোকেদেরকে আগুনে পুড়িয়ে যাতনা দেওয়ার ধারণাটাই তাঁর কাছে ঘৃণ্য বিষয়।—পড়ুন, যিরমিয় ৭:৩১.

 মৃত ব্যক্তিরা কোন অবস্থায় রয়েছে? শিরোনামের ভিডিওটা দেখুন।

৩. মৃত ব্যক্তিরা কী আমাদের সঙ্গে কথা বলতে পারে?

 মৃত ব্যক্তিরা কথা বলতেও পারে না অথবা শুনতেও পারে না। (গীতসংহিতা ১১৫:১৭) কিন্তু, কিছু স্বর্গদূত দুষ্ট আর তারা হয়তো লোকেদের সঙ্গে কথা বলে থাকে এবং মৃত ব্যক্তিদের ভান করে। (২ পিতর ২:৪) যিহোবা আমাদেরকে প্রেতচর্চা করার চেষ্টা করতেও নিষেধ করেন।—পড়ুন, দ্বিতীয় বিবরণ ১৮:১০, ১১.

৪. কারা পুনরুত্থিত হবে?

 মৃত্যুতে কবরে ঘুমিয়ে রয়েছে এমন লক্ষ লক্ষ ব্যক্তি পৃথিবীতে জীবন ফিরে পাবে। এমনকী ঈশ্বরকে জানত না এবং মন্দ কাজ করত এমন ব্যক্তিরাও পুনরুত্থিত হবে।—পড়ুন, লূক ২৩:৪৩; প্রেরিত ২৪:১৫.

 পুনরুত্থিত ব্যক্তিরা ঈশ্বর সম্বন্ধে সত্য শিখতে পারবে এবং যিশুর বাধ্য হওয়ার মাধ্যমে তাঁর ওপর বিশ্বাস দেখিয়ে চলতে পারবে। (প্রকাশিত বাক্য ২০:১১-১৩) যারা পুনরুত্থিত হবে এবং ভালো কাজ করবে, তারা পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করতে পারবে।—পড়ুন, যোহন ৫:২৮, ২৯.

৫. পুনরুত্থান আমাদেরকে যিহোবা সম্বন্ধে কী জানায়?

 ঈশ্বর তাঁর পুত্রকে আমাদের জন্য মৃত্যুবরণ করতে পাঠানোর মাধ্যমে মৃত ব্যক্তিদের জন্য আশা সম্ভবপর করেছেন। তাই, পুনরুত্থান আমাদেরকে যিহোবার প্রেম এবং অযাচিত দয়া সম্বন্ধে জানায়। মৃতেরা যখন পুনরুত্থিত হবে, তখন আপনি বিশেষভাবে কাকে দেখতে চাইবেন?—পড়ুন, যোহন ৩:১৬; রোমীয় ৬:২৩.