প্রচ্ছদ বিষয় | আপনি সৃষ্টিকর্তার নিকটবর্তী হতে পারেন
এর চেয়ে উত্তম জীবন আর নেই
ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য আপনি কী করতে পারেন? আমরা নীচে দেওয়া কয়েকটা পদক্ষেপ বিবেচনা করেছি, যেগুলো আপনি তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য নিতে পারেন:
-
ঈশ্বরের নাম যে যিহোবা, সেটা জানুন ও তা ব্যবহার করুন
-
প্রার্থনা করার এবং তাঁর বাক্য বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে নিয়মিতভাবে তাঁর সঙ্গে ভাববিনিময় করুন
-
যে-বিষয়গুলো যিহোবাকে খুশি করে, ক্রমাগতভাবে সেই বিষয়গুলো করুন
এই বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে, আপনি কি বলবেন যে, আপনি সেই বিষয়গুলো করছেন, যেগুলো ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য প্রয়োজন? এমন কোনো ক্ষেত্র কি আছে, যেখানে আপনি উন্নতি করতে পারেন বলে মনে করেন? এটা ঠিক, যদিও এর জন্য প্রচেষ্টার প্রয়োজন কিন্তু এর ফলাফল বিবেচনা করুন।
“ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য যে-প্রচেষ্টা করতে হয়, তা সার্থক,” জেনিফার নামে যুক্তরাষ্ট্রের একজন বিবাহিতা মহিলা বলেন। “এই সম্পর্ক অনেক আশীর্বাদ নিয়ে আসে যেমন, ঈশ্বরের ওপর আরও নির্ভরতা, তাঁর ব্যক্তিত্ব আরও ভালোভাবে বুঝতে পারা এবং সর্বোপরি আরও প্রেম অনুভব করা। এর চেয়ে উত্তম জীবন আর নেই!”
আপনি যদি ঈশ্বরের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করতে চান, তাহলে যিহোবার সাক্ষিরা আপনাকে সাহায্য করতে পেরে আনন্দিত হবে। তারা আপনার সঙ্গে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা করতে পারে। এ ছাড়া, আপনি চাইলে তাদের স্থানীয় কিংডম হলে বাইবেলভিত্তিক সভাগুলো শোনার জন্য সেখানে যোগ দিতে পারেন। সেখানে আপনি এমন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করতে পারবেন, যারা ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ককে মূল্যবান বলে মনে করে। * তা করলে আপনারও গীতরচকের মতো একই অনুভূতি হবে, যিনি বলেছিলেন: “ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল।”—গীতসংহিতা ৭৩:২৮. ▪ (w১৪-E ১২/০১)
^ অনু. 9 বাইবেল অধ্যয়ন করার জন্য অনুরোধ করতে অথবা আপনার কাছাকাছি কোনো এলাকায় একটা কিংডম হলের ঠিকানা জানতে চাইলে, দয়া করে যিনি আপনাকে এই পত্রিকা দিয়েছেন, তার সঙ্গে কথা বলুন কিংবা আমাদের www.isa4310.com ওয়েবসাইট দেখুন এবং নীচে দেওয়া আমাদের সঙ্গে যোগাযোগ করুন লিঙ্কটা দেখুন।