আপনার সন্তানদের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলুন
পারিবারিক সুখের চাবিকাঠি
আপনার সন্তানদের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলুন
অ্যালিসিয়া * নামে একজন কিশোরী বলে: “কখনো কখনো আমি যৌনতার বিষয়ে শুধুমাত্র কৌতূহলী হই, কিন্তু আমি মনে করি যে, আমি যদি আমার বাবা-মাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে তারা মনে করবে যে, আমি খারাপ কিছু করছি।”
অ্যালিসিয়ার মা আইনেজ বলেন: “আমি আমার মেয়ের সঙ্গে বসে যৌনতার বিষয়ে কথা বলতে চাই কিন্তু সে নিজের জীবন নিয়ে খুব ব্যস্ত। এমন সময় পাওয়া খুবই কঠিন যখন সে কথা বলতে পারবে।”
আজকে যৌনতা বিষয়ক চিত্র ও তথ্য সব জায়গায়—টেলিভিশনে, সিনেমা এবং বিজ্ঞাপনগুলোতে—রয়েছে। মনে হয় যে, একমাত্র যেখানে এটা নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করা হয় না তা হল, বাবা-মা ও সন্তানদের কথাবার্তার মধ্যে। “আমি চিন্তা করছিলাম, তাদের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলা যে কতখানি বিব্রতকর, তা যদি বাবা-মায়েরা বুঝত,” মাইকেল নামে কানাডার একজন কিশোর বলে। “একজন বন্ধুর সঙ্গে কথা বলা আরও সহজ।”
প্রায়ই, বাবা-মায়েরাও তাদের সন্তানদের মতোই যৌনতার বিষয়ে কথাবার্তা শুরু করার ব্যাপারে অনিচ্ছুক হয়ে থাকে। স্বাস্থ্য শিক্ষিকা ডেবরা ডব্লিউ হফনার তার বিয়ন্ড দ্য বিগ টক বইয়ে বলেন: “অনেক বাবা-মা আমাকে বলেছে যে, তারা তাদের সন্তানদের জন্য যৌনতা অথবা বয়ঃসন্ধি বিষয়ক একটি বই কিনে সেটি কৈশোর-পূর্ব সন্তানদের রুমে ছেড়ে এসেছে এবং তা নিয়ে আর কখনোই আলোচনা করেনি।” হফনার বলেন যে, সন্তানদের প্রতি বার্তাটি পরিষ্কার: “আমরা চাই যেন তোমরা তোমাদের শরীর সম্বন্ধে ও যৌনতা সম্বন্ধে জানো; কিন্তু আমরা তোমাদের সঙ্গে এই নিয়ে কথা বলতে চাই না।”
আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তাহলে আপনার এক ভিন্ন মনোভাব থাকার প্রয়োজন রয়েছে। বস্তুতপক্ষে, আপনার সন্তানদের সঙ্গে যৌনতার বিষয়ে ব্যক্তিগতভাবে আপনার কথা বলা আবশ্যক। তিনটে কারণ বিবেচনা করুন:
১. যৌনতার বিষয়ে জগতের সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। “এখন লোকেরা যৌনতাকে শুধুমাত্র স্বামী ও স্ত্রীর মধ্যে যৌনসম্পর্ক বলেই বিবেচনা করে না,” ২০ বছর বয়সি জেমস বলে। “এখন মৌখিক যৌনতা, পায়ু যৌনতা, সাইবারসেক্স—এমনকী ফোনে ‘সেক্সটিং’ * করা হয়ে থাকে।”
২. আপনার সন্তানেরা খুব সম্ভবত একেবারে অল্পবয়সেই ভুল তথ্য শুনবে। “তারা স্কুলে যেতে শুরু করার সঙ্গেসঙ্গেই যৌনতা সম্বন্ধে শুনবে,” শীলা নামে একজন মা বলেন, “আর তারা যেমন দৃষ্টিভঙ্গি লাভ করুক বলে আপনারা চান তেমন দৃষ্টিভঙ্গি তারা লাভ করবে না।”
৩. আপনার সন্তানদের যৌনতার বিষয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে কিন্তু তারা আপনার সঙ্গে আলোচনা করার জন্য নিজে থেকে এগিয়ে আসতে চায় না। “সত্যি বলতে কী, আমার বাবা-মার সঙ্গে যৌনতার বিষয়ে কীভাবে কথা বলা শুরু করতে হয়, সেই সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই,” ব্রাজিলে বসবাসকারী ১৫ বছর বয়সি অ্যানা বলে।
ইফিষীয় ৬:৪) এটা ঠিক যে, আপনার এবং তাদের, উভয়ের জন্যই এটা বিব্রতকর হতে পারে। কিন্তু, একটা ইতিবাচক দিক হল যে, অনেক অল্পবয়সিই, ১৪ বছর বয়সি ড্যানয়েলের সঙ্গে একমত হবে, যে বলে, “আমরা আমাদের বাবা-মায়েদের কাছ থেকে যৌনতার বিষযে শিখতে চাই—কোনো শিক্ষক অথবা টেলিভিশন অনুষ্ঠান থেকে নয়।” তাহলে, কীভাবে আপনি এই গুরুত্বপূর্ণ অথচ নিঃসন্দেহে বিব্রতকর বিষয়টা নিয়ে আপনার সন্তানদের সঙ্গে কথা বলতে পারেন?
প্রকৃতপক্ষে, আপনার সন্তানদের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলা হল, একজন বাবা অথবা মা হিসেবে আপনার ঈশ্বরদত্ত দায়িত্বের এক অংশ। (তাদের বয়স অনুসারে আলোচনা করুন
যদি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন না থাকে, তাহলে সন্তানরা একেবারে অল্পবয়সেই যৌনতার বিষয়ে শুনতে শুরু করে। এমনকী আরও উদ্বেগজনক বিষয় হল যে, এই “শেষ কালে” দুষ্ট লোকেরা “উত্তর উত্তর কুপথে” অগ্রসর হয়েছে। (২ তীমথিয় ৩:১, ১৩) দুঃখের বিষয় যে, অনেক সন্তান প্রাপ্তবয়স্কদের দ্বারা যৌনভাবে নিপীড়িত হয়।
তাই আপনার সন্তানরা যখন বেশ ছোটো থাকে, তখনই তাদেরকে শিক্ষা দিতে শুরু করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। “আপনি যদি তাদের কৈশোরে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করেন,” রেনাটে নামে জার্মানিতে বসবাসকারী একজন মা বলেন, “তাহলে বয়ঃসন্ধির সঙ্গেসঙ্গে যে-সংকোচ বোধ আসে, সেটার কারণে তারা হয়তো খোলাখুলিভাবে কথা বলতে চাইবে না।” চাবিকাঠিটি হল যে, তাদের বয়সের উপযুক্ত তথ্য সন্তানদের প্রদান করা।
স্কুলে যাওয়ার মতো বয়স হয়নি এমন সন্তানদের জন্য: যৌনাঙ্গগুলোর সঠিক নাম শেখানোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন এবং এই বিষয়ের ওপর জোর দিন যে, কেউ যেন এই অঙ্গগুলোকে স্পর্শ না করে। “আমার ছেলের বয়স যখন তিন বছর, তখন আমি তাকে শিক্ষা দিতে শুরু করেছিলাম,” হুলিয়া নামে মেক্সিকোর একজন মা বলেন। “শিক্ষক, শিশু-পরিচারক অথবা তার চেয়ে বড়ো ছেলেমেয়েরা তাকে আঘাত দিতে পারে এটা জানা আমাকে খুবই উদ্বিগ্ন করত। কীভাবে নিজেকে রক্ষা করতে হয়, তা তার জানা প্রয়োজন।”
এটা করে দেখুন: কেউ যদি আপনার সন্তানের যৌনাঙ্গগুলো নিয়ে খেলা করার চেষ্টা করে, তাহলে তাকে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া দেখাতে শেখান। উদাহরণস্বরূপ, আপনি হয়তো আপনার সন্তানকে এ কথা বলতে শেখাতে পারেন যে: “থামুন! আমি আপনার সম্বন্ধে বলে দেব!” আপনার সন্তানকে এই আশ্বাস দিন যে, এই বিষয়ে জানানো সবসময়ই উপযুক্ত—এমনকী ব্যক্তিটি যদিও উপহার দেওয়ার প্রতিজ্ঞা করেন অথবা ভয় দেখান।
প্রাথমিক স্কুলে যায় এমন সন্তানদের জন্য: ধীরে ধীরে আপনার সন্তানের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য এই বছরগুলোকে একটা সুযোগ হিসেবে দেখুন। “কথা বলার আগে ইতিমধ্যে তারা কী জানে, তা দেখুন,” পিটার নামে একজন বাবা সুপারিশ করেন। “ইতিমধ্যে তারা কী জানে ও তারা আরও বেশি জানতে চায় কি না, তা দেখুন। আলোচনা করার জন্য জোরাজুরি করবেন না। আপনি যদি আপনার সন্তানদের সঙ্গে নিয়মিতভাবে সময় কাটান, তাহলে সম্ভবত তা স্বাভাবিকভাবেই আসবে।”
এটা করে দেখুন: এক ‘দীর্ঘ আলোচনা’ করার পরিবর্তে, বেশ কয়েকবার, সংক্ষিপ্ত আলোচনা করুন। (দ্বিতীয় বিবরণ ৬:৬-৯) এভাবে আপনি আপনার সন্তানদেরকে জর্জরিত করবেন না। অধিকন্তু, বড়ো হয়ে ওঠার সঙ্গেসঙ্গে তারা তাদের পরিপক্বতার মাত্রা অনুসারে প্রয়োজনীয় তথ্য লাভ করবে।
কিশোরবয়সি সন্তানদের জন্য: আপনার সন্তানের যে যৌনতা বিষয়ক দৈহিক, আবেগগত এবং নৈতিক দিকগুলো সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রয়েছে, এটাই হল তা নিশ্চিত করার সময়। “আমার স্কুলের ছেলে ও মেয়েরা ইতিমধ্যেই হুক-আপ (ক্ষণকালের জন্য যৌনসম্পর্ক) করে থাকে,” ১৫ বছর বয়সি অ্যানা, যার কথা আগে উল্লেখ করা হয়েছে, সে বলে। “আমি মনে করি যে, একজন খ্রিস্টান হিসেবে এই বিষয়ে আমার পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। যদিও যৌনতার বিষয়ে আলোচনা করা বিব্রতকর হতে পারে কিন্তু এটা এমন কিছু যেটা সম্বন্ধে আমার জানা প্রয়োজন।” *
এক সাবধানবাণী: অনুপযুক্ত আচরণের বিষয়ে তাদের বাবা-মা তাদেরকে সন্দেহ করবে এই ভয়ে কিশোর-কিশোরীরা হয়তো প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকতে পারে। স্টিভেন নামে একজন বাবা সেটাই লক্ষ করেছিলেন। “আমাদের ছেলে যৌনতার বিষয়ে আলোচনা করতে ইতস্তত করত,” তিনি বলেন। “কিন্তু পরে আমরা লক্ষ করেছিলাম সে মনে করেছিল যে, আমরা তার আচরণ নিয়ে সন্দেহ করছি।” আমরা এই বিষয়টা স্পষ্ট করেছিলাম যে, আমরা কোনো বিষয়ে তাকে সন্দেহ করছি বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না; আমরা শুধুমাত্র এই বিষয়টা নিশ্চিত করতে চাইছিলাম যে, তার আশেপাশের খারাপ প্রভাবগুলোকে প্রতিরোধ করার জন্য তার যথেষ্ট জ্ঞান রয়েছে।”
এটা করে দেখুন: আপনার কিশোরবয়সি সন্তানের কাছে যৌনতা সম্বন্ধীয় কোনো নির্দিষ্ট বিষয়ে সরাসরি প্রশ্নগুলো তুলে ধরার পরিবর্তে তাকে জিজ্ঞেস
করুন যে, তার সহপাঠীরা বিষয়টাকে কীভাবে দেখে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো বলতে পারেন: “আজকে অনেক লোক মনে করে যে, মৌখিক যৌনতা আসলে যৌনসম্পর্ক নয়। তোমার সহপাঠীরা কি সেটাই মনে করে?” পরোক্ষভাবে এই ধরনের প্রশ্নগুলো করা খুব সম্ভবত আপনার কিশোর বয়সি সন্তানকে বিষয়টা নিয়ে স্বচ্ছন্দে আলোচনা করতে ও তার দৃষ্টিভঙ্গিগুলোকে প্রকাশ করতে সুযোগ করে দেবে।বিব্রত বোধ কাটিয়ে ওঠা
এটা ঠিক যে, সন্তানদের লালন-পালন করার ক্ষেত্রে আপনি মুখোমুখি হবেন এমন কাজগুলোর মধ্যে তাদের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলা হয়তো সবচেয়ে বেশি বিব্রতকর হতে পারে। কিন্তু আপনার প্রচেষ্টার মূল্য রয়েছে। “সময় অতিবাহিত হওয়ার সঙ্গেসঙ্গে,” ডায়েন নামে একজন মা বলেন, “বিব্রত বোধ কমে যায় আর তাই আপনার সন্তানের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলা, প্রকৃতপক্ষে আপনার সম্পর্ককে আরও দৃঢ় করার এক সুযোগ হয়ে উঠতে পারে।” স্টিভেন, যার কথা আগে উল্লেখ করা হয়েছে, তিনি এই বিষয়ে একমত। “পরিবারের মধ্যে যেকোনো বিষয়ই উত্থাপিত হোক না কেন, সেই সম্বন্ধে আপনি যদি খোলাখুলি হওয়ার একটা রুটিন স্থাপন করেন, তাহলে যৌনতার মতো বিব্রতকর বিষয়গুলো নিয়ে আলোচনা করা আরও সহজ হয়ে উঠে,” তিনি বলেন এবং আরও বলেন: “বিব্রত বোধ কখনোই পুরোপুরিভাবে চলে যায় না কিন্তু খোলাখুলি ভাববিনিময় করা গঠনমূলক খ্রিস্টান পরিবারের জন্য অপরিহার্য।” (w১০-E ১১/০১)
[পাদটীকাগুলো]
^ এই প্রবন্ধে নামগুলো পরিবর্তন করা হয়েছে।
^ সেক্সটিং হল প্রধানত একটা মোবাইল ফোন থেকে আরেকটা মোবাইল ফোনে যৌন উদ্দীপনামূলক বিভিন্ন বার্তা, ছবি অথবা ভিডিও পাঠানোর কাজ।
^ আপনার কিশোরবয়সি সন্তানের সঙ্গে যৌনতা সম্বন্ধে আলোচনা করার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি), খণ্ড ২-এর ১-৫, ২৮, ২৯ ও ৩৩ অধ্যায়গুলো এবং ২০০৭ সালের এপ্রিল থেকে জুন সচেতন থাক! পত্রিকার ২৬ পৃষ্ঠা ব্যবহার করুন।
[২২ পৃষ্ঠার বাক্স/চিত্র]
আপনি কীভাবে উত্তর দেবেন?
পৃথিবীব্যাপী যুবক-যুবতীদের কাছ থেকে পাওয়া নীচের মন্তব্যগুলো পড়ুন আর তারপর চিন্তা করুন যে, কীভাবে আপনি মন্তব্যগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দেবেন।
• “আমার বাবা-মা আমাকে যৌনতার বিষয়ে আলোচনা করে এমন প্রবন্ধগুলো পড়তে আর তারপর কোনো প্রশ্ন থাকলে, আমাকে তাদের কাছে গিয়ে সেই সম্বন্ধে কথা বলতে বলে। কিন্তু আমি চাই তারা যেন আমাকে এই বিষয়ে আরও বেশি কিছু বলে।”—অ্যানা, ব্রাজিল।
কেন আপনি মনে করেন যে, আপনার সন্তানকে যৌনতা বিষয়ক প্রবন্ধ অথবা বইগুলো শুধুমাত্র দেওয়ার চেয়ে আরও কিছু করা গুরুত্বপূর্ণ?
• “আমি যৌনতা সম্বন্ধে অনেক বিকৃত বিষয় জানি—এমন বিষয় যেগুলো সম্বন্ধে আমার মনে হয়, আমার বাবা জানেই না। আমি যদি এই বিষয়ে তাকে জিজ্ঞেস করতাম, তাহলে বাবা আতঙ্কিত হয়ে উঠত।”—কেন্, কানাডা।
তার উদ্বেগগুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলার ব্যাপারে আপনার সন্তানের হয়তো কোন ভয় থাকতে পারে?
• “অবশেষে আমি যখন আমার বাবা-মাকে যৌনতার বিষয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য সাহস অর্জন করেছিলাম, তখন তারা আমাকে দোষারোপ করার মতো করে জিজ্ঞেস করেছিল, ‘কেন তুমি এই বিষয়ে জিজ্ঞেস করছো? কিছু ঘটেছে কি?’”—মাসামি, জাপান।
আপনার সন্তান যখন যৌনতার বিষয়ে আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, তখন আপনার প্রতিক্রিয়া কীভাবে এটা নিয়ে ভবিষ্যতে আলোচনা করাকে হয় আরও সহজ নতুবা আরও কঠিন করে তুলতে পারে?
• “আমার বাবা-মা যদি আমাকে এই বলে আশ্বাস দিত যে, তারা যখন আমার বয়সি ছিল, তখন তারাও একই প্রশ্নগুলো জিজ্ঞেস করত আর তাই আমার জন্যও প্রশ্নগুলো জিজ্ঞেস করাটা স্বাভাবিক বিষয়, তাহলে সেটা আমাকে সাহায্য করত।”—লিজেট্, ফ্রান্স।
কীভাবে আপনি আপনার সন্তানকে যৌনতার বিষয়ে আপনার সঙ্গে কথা বলার ব্যাপারে আরও বেশি স্বচ্ছন্দ বোধ করার জন্য সাহায্য করতে পারেন?
• “আমার মা যৌনতার বিষয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করত—কিন্তু মিষ্টিস্বরে। আমি মনে করি যে, তা গুরুত্বপূর্ণ, যাতে কোনো সন্তান এমনটা মনে না করে যে, তাকে বিচার করা হচ্ছে।”—ঝারাল্ড, ফ্রান্স।
আপনার সন্তানের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলার সময় আপনি কী ধরনের কণ্ঠস্বর ব্যবহার করেন? কোনো রদবদল করার কি প্রয়োজন রয়েছে?