যে-ব্যক্তি জগৎকে পরিবর্তন করেছেন
যে-ব্যক্তি জগৎকে পরিবর্তন করেছেন
এই পৃথিবীতে কোটি কোটি লোক বেঁচে ছিল ও মারা গিয়েছে। তাদের মধ্যে অধিকাংশকেই ভুলে যাওয়া হয়েছে। কিন্তু, কিছুজন ইতিহাসের ধারাকে প্রভাবিত করেছে—আর খুব সম্ভবত আপনার দৈনন্দিন জীবনকেও।
আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠেন ও আলো জ্বালান। যেহেতু আপনি অসুস্থ, তাই আপনি মনে করে নির্দেশমতো অ্যান্টিবায়োটিক নেন, যেটা সংক্রমণের সঙ্গে লড়াই করতে আপনাকে সাহায্য করে। এরপর আপনি একটা বই বা পত্রিকা নিয়ে বিছানায় ফিরে যান। আপনার দিন শুরু হতে না হতেই আপনি ইতিমধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির প্রভাবের দ্বারা উপকার লাভ করেছেন।
মাইকেল ফ্যারাডে এই ইংরেজ পদার্থবিদ্ ১৭৯১ সালে জন্মগ্রহণ করেছিলেন আর তিনি বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর উদ্ভাবক ছিলেন। তার সাফল্যগুলো মানুষের ব্যবহারের জন্য বিদ্যুৎকে আরও প্রাপ্তিসাধ্য করতে সাহায্য করেছিল।
সাই লুন চীনের রাজদরবারের একজন কর্মকর্তা সাই লুনকে সা.কা. প্রায় ১০৫ সালে কাগজ তৈরির পদ্ধতিতে উন্নতি আনার জন্য কৃতিত্ব দেওয়া হয়, যেটা কাগজের প্রচুর উৎপাদন করার দিকে পরিচালিত করেছিল।
ইয়োহানেস গুটেনবার্গ প্রায় ১৪৫০ সালে এই জার্মান উদ্ভাবক চলমান মুদ্রাক্ষর ব্যবহার করে প্রথম মুদ্রণযন্ত্র তৈরি করেছিলেন। মুদ্রণযন্ত্রটি কম খরচে ছাপানোর কাজ সম্ভবপর করেছিল আর এর ফলে অসংখ্য লোকের কাছে বিবিধ বিষয়ে তথ্য লাভ করা সম্ভবপর হয়ে উঠেছে।
আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে এই স্কটিশ গবেষক একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন যেটাকে তিনি পেনিসিলিন নাম দিয়েছিলেন। বর্তমানে ব্যাকটিরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক সর্বত্র ব্যবহৃত হয়।
নিঃসন্দেহে, কয়েকজন ব্যক্তির আবিষ্কার ও প্রবর্তিত বিষয়গুলো কোটি কোটি লোককে বিশেষ সুযোগ-সুবিধাগুলো কিংবা আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে সমর্থ করেছে।
কিন্তু, এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি অন্য সকলের চেয়ে আলাদা। তিনি কোনো বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা চিকিৎসা বিষয়ক সাফল্যের জন্য পরিচিত নন। বরং, অতি সাধারণ পটভূমি থেকে আসা এই ব্যক্তিটি যিনি প্রায় ২,০০০ বছর আগে মারা গিয়েছেন, তিনি এক বার্তা—আশা ও সান্ত্বনার এক শক্তিশালী বার্তা—ছেড়ে গিয়েছেন। পৃথিবীব্যাপী লোকেদের জীবনকে তাঁর বার্তা কতটা প্রভাবিত করেছে তা পরিমাপ করলে অনেকেই একমত হবে যে, তিনি হলেন প্রকৃতই সেই ব্যক্তি যিনি জগৎকে পরিবর্তন করেছেন।
সেই ব্যক্তিটি ছিলেন যিশু খ্রিস্ট। তিনি কোন বার্তা প্রচার করেছিলেন? আর আপনার জীবনে সেই বার্তার কোন প্রভাব থাকতে পারে? (w১০-E ০৪/০১)