সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

বাইবেল ছাড়াও আর কোন প্রমাণ রয়েছে যে যিশু একজন প্রকৃতই ঐতিহাসিক চরিত্র ছিলেন?

বেশ কিছু জাগতিক লেখক যারা যিশু যে-সময়ে জীবিত ছিলেন সেই সময়ের কাছাকাছি জীবিত ছিল, তারা তাঁর সম্বন্ধে নির্দিষ্টভাবে উল্লেখ করেছিল। তাদের মধ্যে ছিলেন কর্ণীলিয়াস ট্যাসিটাস, যিনি সম্রাটদের অধীনে রোমের ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন। সা.কা. ৬৪ সালে যে-অগ্নিকাণ্ড রোমকে ধ্বংস করে দিয়েছিল, সেই সম্বন্ধে ট্যাসিটাস বর্ণনা করেন যে, এই গুজব ছড়িয়েছিল যে, সম্রাট নিরোই এই বিপর্যয়ের জন্য দায়ী ছিলেন। ট্যাসিটাস বলেন যে, নিরো এমন এক দলের ওপর সেই দোষ চাপানোর চেষ্টা করেছিলেন, যারা জনসাধারণ্যে খ্রিস্টান হিসেবে আখ্যাত ছিল। ট্যাসিটাস লেখেন: “খ্রিস্ট, যাঁর কাছ থেকে এই নাম এসেছে, তিনি তিবরিয়ের রাজত্বকালে প্রাদেশিক কর্মকর্তা, পন্তীয় পীলাতের হাতে মৃত্যুদণ্ড ভোগ করেছিলেন।”—ঐতিহাসিক নথিপত্র (ইংরেজি) ১৫, ৪৪.

এ ছাড়া, যিহুদি ইতিহাসবেত্তা ফ্লেভিয়াস জোসিফাসও যিশুর বিষয়ে উল্লেখ করেন। সা.কা. প্রায় ৬২ সালে যিহুদার রোমীয় দেশাধ্যক্ষ ফীষ্টের মৃত্যুর ও তার উত্তরসূরি আলবিনাসের পদাধিকার লাভের মাঝামাঝি সময়ে ঘটা ঘটনাগুলোর বিষয়ে আলোচনা করতে গিয়ে জোসিফাস বলেন যে, মহাযাজক অ্যানানাস (হানন) “মহাসভার বিচারকদের নিয়ে এক সভা করেছিলেন এবং যিশু, যাঁকে খ্রিস্ট বলা হতো, তাঁর ভাই যাকোবকে ও সেইসঙ্গে অন্য কয়েক জনকে তাদের সামনে নিয়ে এসেছিলেন।”—যিহুদি নিদর্শনগুলো, ২০, ২০০ (৯, ১). (w১০-E  ০৪/০১)

কেন যিশুকে খ্রিস্ট বলা হয়?

সুসমাচারের বিবরণগুলো জানায় যে, গাব্রিয়েল দূত যখন মরিয়মের কাছে এটা জানানোর জন্য আবির্ভূত হয়েছিলেন যে, তিনি গর্ভবতী হবেন, তখন তিনি মরিয়মকে বলেছিলেন যে, তিনি যেন তার পুত্রের নাম যিশু রাখেন। (লূক ১:৩১) বাইবেলের সময়ে যিহুদিদের মধ্যে এটা একেবারে সাধারণ নাম ছিল। যিহুদি ইতিহাসবেত্তা জোসিফাস শাস্ত্রে উল্লেখিত ব্যক্তিদের ছাড়াও আরও ১২ জনের বিষয়ে লিখেছিলেন, যাদের একই নাম ছিল। মরিয়মের পুত্রকে “নাসরতীয়” বলা হতো, যেটা তাঁকে নাসরৎ থেকে আসা যিশু হিসেবে শনাক্ত করেছিল। (মার্ক ১০:৪৭) এ ছাড়া, তিনি “খ্রীষ্ট” বা যিশু খ্রিস্ট হিসেবেও পরিচিত হয়েছিলেন। (মথি ১৬:১৬) এর অর্থ কী?

“খ্রীষ্ট” শব্দটির ইংরেজি উচ্চারণ গ্রিক শব্দ ক্রিস্টস, যেটি ইব্রীয় শব্দ মশীয়াক (মশীহ)-এর সমরূপ। দুটো শব্দেরই আক্ষরিক অর্থ ‘অভিষিক্ত ব্যক্তি।’ এই অভিব্যক্তিটি যিশুর পূর্বে অন্যদের প্রতি যথার্থভাবে প্রয়োগ করা হয়েছিল। উদাহরণস্বরূপ, মোশি, হারোণ এবং রাজা দায়ূদ সকলকেই অভিষিক্ত ব্যক্তি বলা হয়েছিল, যেটার অর্থ ছিল যে, তাদেরকে দায়িত্ব ও কর্তৃত্ব সম্বন্ধীয় ঈশ্বরদত্ত পদমর্যাদার জন্য নিযুক্ত করা হয়েছিল। (লেবীয় পুস্তক ৪:৩; ৮:১২; ২ শমূয়েল ২২:৫১; ইব্রীয় ১১:২৪-২৬) ভাববাণীকৃত মশীহ যিশু, যিহোবার সর্বোৎকৃষ্ট প্রতিনিধি ছিলেন। তাই যিশু উপযুক্তভাবেই “খ্রীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্ত্র” উপাধিটি লাভ করেছিলেন।—মথি ১৬:১৬; দানিয়েল ৯:২৫. (w১০-E  ০৪/০১)

[১৫ পৃষ্ঠার চিত্র]

চিত্রশিল্পীর আঁকা ফ্লেভিয়াস জোসিফাসের চিত্র