সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ও জনবিরল অঞ্চলে যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ও জনবিরল অঞ্চলে যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ও জনবিরল অঞ্চলে যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা

 এক বিশাল প্রত্যন্ত ও জনবিরল অঞ্চলকে অস্ট্রেলিয়ায় ভালবেসে আউটব্যাক বলে ডাকা হয়। এই দূরবর্তী এলাকার কিছু অংশে ১২ বছরের মধ্যে কোনো সাক্ষ্যদান করা হয়নি। তাই উত্তর টেরিটোরির (রাজ্যের) রাজধানী শহর, ডারউইনের যিহোবার সাক্ষিরা যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করার জন্য নয় দিনের এক ব্যাপক প্রচার অভিযান সংগঠিত করেছিল।—মথি ১০:১১.

এই অভিযানের ১২ মাস আগে থেকেই মনোযোগপূর্বক পরিকল্পনা শুরু হয়েছিল যার অন্তর্ভুক্ত ছিল ৮,০০,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গার—নিউজিল্যান্ডের চেয়ে তিন গুণ বড় অঞ্চল—কয়েকটা মানচিত্র তৈরি করা। এই বিশাল এলাকাটা কতখানি বিচ্ছিন্ন তা বোঝার জন্য, কল্পনা করুন যে, একটা খামার বাড়ির প্রবেশদ্বার থেকে ঘর পর্যন্ত গাড়ি চালিয়ে যাওয়ার পথটি ৩০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত! এ ছাড়া, কিছু কিছু খামার বাড়ি ৩০০ কিলোমিটার কিংবা তারও বেশি দূরে অবস্থিত।

এই অভিযানে মোট ১৪৫ জন স্বেচ্ছাসেবক সাক্ষি অংশ নিয়েছিল। কেউ কেউ অনেক দূর যেমন তাসমানিয়া থেকে এসেছিল। কেউ কেউ অভিযানের সরঞ্জাম, গাড়ির অতিরিক্ত সরঞ্জাম ও পেট্রলসহ ফোর উইল ড্রাইভ জাতিয় গাড়িতে করে এসেছিল। অন্যেরা ট্রেইলারে (ট্রাক বা ট্রাকটরে টানা যানবাহন) করে তাদের সরঞ্জামাদি বয়ে নিয়ে এসেছিল। এ ছাড়া, যাদের উপযুক্ত ফোর উইল ড্রাইভ জাতিয় গাড়ি ছিল না, তাদেরকে নিয়ে আসার জন্য ২২ আসন বিশিষ্ট দুটো বাস ভাড়া করা হয়েছিল। যারা বাসে যাত্রা করেছিল তারা নির্ধারিত এলাকায় ছোট শহরগুলোর অধিবাসীদের কাছে সাক্ষ্য দিয়েছিল।

যাত্রা শুরু করার আগে, ভাইয়েরা এই অস্বাভাবিক এলাকায় কীভাবে সুসমাচার উপস্থাপন করতে হবে সেই বিষয়ে নির্দেশনাদি প্রদান করার জন্য বিভিন্ন বক্তৃতা ও নমুনার ব্যবস্থা করেছিল। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ার এবোরিজিন সম্প্রদায়ের কাছে কার্যকারীভাবে প্রচার করার জন্য, সাধারণত নির্দিষ্ট কিছু সৌজন্যবিধি অনুসরণ করা এবং এবোরিজিনদের রীতিনীতি সম্বন্ধে অবগত থাকা দরকার। এ ছাড়া, বন্যপ্রাণীদের রক্ষা করতে সাহায্য করার জন্য পরিবেশ সংক্রান্ত কিছু উদ্বেগের বিষয় নিয়েও আলোচনা করা হয়েছিল।

অনেক উল্লেখযোগ্য অভিজ্ঞতা লাভ করা গিয়েছিল। উদাহরণস্বরূপ, এবোরিজিনদের একটা বসতিতে, ভাইয়েরা বাইবেলভিত্তিক এক জনসাধারণের বক্তৃতা দেওয়ার আয়োজন করেছিল। সেই সম্প্রদায়ের মহিলা প্রধান নিজে গিয়ে লোকেদের এই সম্বন্ধে জানিয়েছিলেন। এরপর, উপস্থিত লোকেদের কাছে ৫টা বই এবং ৪১টা ব্রোশার অর্পণ করা হয়েছিল। অন্য আরেকটা বসতিতে একজন এবোরিজিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তার কাছে একটি কিং জেমস ভারসন বাইবেলও ছিল কিন্তু এটি খুবই পুরনো ও ছিঁড়ে গিয়েছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি ঈশ্বরের নাম জানেন কি না, তখন তিনি হ্যাঁ বলেছিলেন এবং তারপর তিনি তার জামার পকেট থেকে প্রহরীদুর্গ পত্রিকার একটা পুরনো সংখ্যা বের করেছিলেন। তিনি পত্রিকা থেকে উদ্ধৃতি করা মার্ক ১২:৩০ পদটি পড়েছিলেন, যেটি বলে: “তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, . . . দিয়া তোমার ঈশ্বর প্রভুকে [“যিহোবাকে,” NW] প্রেম করিবে।” তিনি বলেছিলেন: “এই পদটি সত্যিই আমার ভালো লেগেছে।” এক বিস্তারিত বাইবেল আলোচনার পর, তিনি একটি নতুন বাইবেল এবং অন্যান্য বাইবেলভিত্তিক সাহিত্য নিয়েছিলেন।

কার্পেন্টারিয়া উপসাগরের কাছে, দশ লক্ষ একরের খামার বাড়ির প্রধান রাজ্যের বার্তার প্রতি কিছুটা আগ্রহ দেখিয়েছিলেন। তাকে যখন আমার বাইবেলের গল্পের বই এবং জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে * প্রকাশনাগুলো দেখানো হয়েছিল, তখন তিনি জিজ্ঞেস করেছিলেন যে, ক্রিওল ভাষায় কোনো সাহিত্য পাওয়া যায় কি না। এটা অস্বাভাবিক ছিল কারণ এমনকি যদিও অনেক এবোরিজিন ক্রিওল ভাষায় কথা বলে কিন্তু খুব অল্প জনই তা পড়তে পারে। পরে জানা গিয়েছিল যে, সেই খামারের ৫০ জন কর্মীর সকলেই ক্রিওল ভাষা পড়তে পারে। ক্রিওল ভাষায় বাইবেল সম্বন্ধীয় সাহিত্যাদি পেয়ে সেই ব্যক্তি খুবই খুশি হয়েছিলেন আর তাই তিনি আনন্দের সঙ্গে তার টেলিফোন নম্বর দিয়েছিলেন, যাতে তার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

নয় দিনের এই ব্যাপক সাক্ষ্যদানের সময়ে, মোট ১২০টি বাইবেল, ৭৭০টি বই, ৭০৫টি পত্রিকা এবং ১,৯৬৫টি ব্রোশার অর্পণ করা হয়েছিল। এ ছাড়া, ৭২০টা পুনর্সাক্ষাৎ করা হয়েছিল এবং ২১৫টা বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল।

বাস্তবিকই, এই বিশাল এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেক যোগ্য ব্যক্তির আধ্যাত্মিক ক্ষুধা শেষ পর্যন্ত মেটানো হয়েছে।—মথি ৫:৬.

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

[৩০ পৃষ্ঠার মানচিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

অস্ট্রেলিয়া

উত্তর টেরিটোরি

ডারউইন

কার্পেন্টারিয়া উপসাগর

সিডনি

তাসমানিয়া