আপনি কি ঈশ্বরের বাক্য দ্বারা শক্তিশালী হন?
আপনি কি ঈশ্বরের বাক্য দ্বারা শক্তিশালী হন?
প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হলে আপনি কীভাবে সেগুলোর মোকাবিলা করেন? যিশুর ক্ষেত্রে, একটি উপযুক্ত শাস্ত্রপদ স্মরণ করা তাঁকে শয়তানের প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হতে সাহায্য করেছিল। (মথি ৪:১-১১) একইভাবে, রাজা দায়ূদ যখন ব্যক্তিগতভাবে পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি ঈশ্বরের বাক্য দ্বারা শক্তিশালী হয়েছিলেন। তিনি বলেছিলেন: “আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।”—গীতসংহিতা ৯৪:১৯.
ঠিক একইভাবে, আমরাও যখন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হই, সেই সময়ে কোনো প্রিয় শাস্ত্রপদ স্মরণে আনা আমাদের সান্ত্বনা দিতে বা শক্তি জোগাতে পারে। উদাহরণস্বরূপ, রেক্স যার বয়স এখন ৮৯ বছর তিনি ১৯৩১ সাল থেকে পূর্ণ-সময়ের প্রচারক হিসেবে সেবা করে আসছেন। তা সত্ত্বেও, তিনি বলেন: “আমাকে যখনই পরিচর্যায় কোনো বিশেষ কার্যভারে নিযুক্ত করা হতো, আমি প্রায়ই নিজেকে অযোগ্য মনে করতাম।” সেটার সঙ্গে তিনি কীভাবে মোকাবিলা করেছিলেন? “আমি আমার প্রিয় শাস্ত্রপদ হিতোপদেশ ৩:৫ পদ স্মরণ করতাম, যেখানে বলা আছে: ‘তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না।’ এই শাস্ত্রপদটি স্মরণে আনা এবং তা প্রয়োগ করা আমাকে সফলতার সঙ্গে আমার কার্যভারগুলো পালন করতে সাহায্য করেছিল।”
এমনকি অল্পবয়সীরাও কোনো প্রিয় শাস্ত্রপদ দ্বারা উপকৃত হয়। ছয় বছর বয়সী জ্যাক বলে যে, মথি ২৪:১৪ পদ হল তার প্রিয় শাস্ত্রপদ। এই শাস্ত্রপদটি তাকে তার বাবামার সঙ্গে প্রচারে যেতে উদ্দীপিত করে। সে বলে: “প্রতি শনিবার আমার বাবা, মা ও দিদির সঙ্গে প্রচারে যেতে আমার ভাল লাগে।”
যিশুর মতো আপনিও কি কখনও কখনও সরাসরি বিশ্বাসের প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হন? তা হলে, ফিলিপীয় ৪:১৩ পদ আপনার প্রিয় শাস্ত্রপদগুলোর একটা হয়ে উঠতে পারে। রাজা দায়ূদের মতো আপনি কি ‘আন্তরিক ভাবনায়’ ভুগছেন? তা হলে, ফিলিপীয় ৪:৬, ৭ পদ স্মরণে আনা আপনাকে তা মোকাবিলা করতে সাহায্য করবে। আপনি কি মাঝেমধ্যে এইরকম দুশ্চিন্তায় পড়েন যে, ঈশ্বরের প্রতি আপনার সেবার কোনো মূল্য নেই? তা হলে, ১ করিন্থীয় ১৫:৫৮ পদটি স্মরণে আনা আপনাকে শক্তি জোগাবে।
উপযুক্ত শাস্ত্রপদগুলো স্মরণে রাখার দ্বারা আমরা আমাদের জীবনে ঈশ্বরের বাক্যকে শক্তি প্রয়োগ করার সুযোগ করে দিই। (ইব্রীয় ৪:১২) এই ধরনের প্রিয় শাস্ত্রপদগুলো আমাদের শক্তি ও সান্ত্বনা উভয়ই প্রদান করতে পারে।—রোমীয় ১৫:৪.