সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরকে আপনি কী জিজ্ঞেস করতে চাইবেন?

ঈশ্বরকে আপনি কী জিজ্ঞেস করতে চাইবেন?

ঈশ্বরকে আপনি কী জিজ্ঞেস করতে চাইবেন?

পৃথিবী জুড়ে লোকেদের জীবন সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আপনারও কি রয়েছে? অনেকে তাদের প্রশ্নগুলো ধর্মীয় শিক্ষকদের কাছে জিজ্ঞেস করেছে কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পায়নি। অন্যেরা এই প্রশ্নগুলোর বিষয়ে ব্যক্তিগতভাবে ভেবে দেখেছে। কেউ কেউ নির্দেশনার জন্য প্রার্থনা করেছে। যে-বিষয়গুলো আপনাকে ভাবিয়ে তোলে, ঈশ্বরের কাছ থেকে সেগুলোর উত্তর পাওয়া কি সত্যিই সম্ভব? অনেকে যে-প্রশ্নগুলো ঈশ্বরকে জিজ্ঞেস করতে চায় বলে বলেছে, সেগুলোর কয়েকটা নিচে দেওয়া হল।

 হে ঈশ্বর, তুমি আসলে কে?

ঈশ্বর সম্বন্ধে মানুষের দৃষ্টিভঙ্গির ওপর সাধারণত তাদের সংস্কৃতি, তাদের বাবামায়ের ধর্ম ও সম্ভবত তাদের নিজস্ব পছন্দ প্রভাব ফেলে। কিছু লোক দেবতার জন্য একটা নাম ব্যবহার করে; অন্যেরা তাঁকে শুধু ঈশ্বর বলে ডাকে। এতে কি কিছু যায় আসে? কেবল কি একজন সত্য ঈশ্বর আছেন, যিনি আমাদের কাছে নিজেকে ও তাঁর নাম সম্বন্ধে প্রকাশ করেন?

কেন এত দুঃখকষ্ট রয়েছে?

একজন ব্যক্তির বেপরোয়া অথবা অনৈতিক জীবনযাপন যদি তার স্বাস্থ্যকে খারাপ করে ফেলে অথবা তাকে দরিদ্র করে ফেলে, তা হলে তিনি হয়তো অভিযোগ করতে পারেন। অথচ তিনি হয়তো খুব ভালভাবেই জানেন যে কেন তিনি কষ্ট পাচ্ছেন।

কিন্তু, আরও অনেকে সেই কারণগুলোর জন্য প্রচণ্ডভাবে কষ্ট পায়, যেগুলোর জন্য তারা দায়ী নয়। কারও কারও দীর্ঘস্থায়ী রোগ রয়েছে। অন্যেরা মাথার ওপর একটু ছাদ ও তাদের পরিবারগুলোকে পর্যাপ্ত খাদ্য জোগানোর জন্য পাহাড় সমান অসুবিধাগুলোর সঙ্গে লড়াই করে। লক্ষ লক্ষ লোক অপরাধ, যুদ্ধ, অবাধ দৌরাত্ম্য, প্রাকৃতিক দুর্যোগ অথবা কর্তৃপক্ষের হাতে অন্যায়ের শিকার হয়।

তাই স্বাভাবিকভাবেই অনেকে জিজ্ঞেস করে: ‘কেন এইধরনের অবস্থা এত ছড়িয়ে পড়েছে? কেন ঈশ্বর এই সমস্ত দুঃখকষ্ট থাকতে অনুমতি দিয়েছেন?’

কেন আমি এখানে আছি? জীবনের উদ্দেশ্য কী?

এই প্রশ্নগুলো প্রায়ই হতাশায় ভুগছেন এমন ব্যক্তির কাছ থেকে আসে যার দৈনন্দিন কাজকর্ম প্রকৃত পরিতৃপ্তি এনে দিতে ব্যর্থ হয়েছে—আরঅনেকেরক্ষেত্রেএটিসত্য।অন্যান্যলক্ষলক্ষলোক বিশ্বাস করে যে, প্রত্যেক ব্যক্তির জীবনধারা কোনো না কোনোভাবে ঈশ্বরের দ্বারা পূর্বনির্ধারিত হয়েছে। আসলেই কি তাই? আপনার জন্য যদি ঈশ্বরের কোনো বিশেষ উদ্দেশ্য থেকেই থাকে, তা হলে নিঃসন্দেহে আপনি জানতে চাইবেন যে সেটা কী।

পৃথিবীর সমস্ত বইয়ের মধ্যে মাত্র একটা বই রয়েছে, যা স্পষ্টভাবে বলে যে সেটা ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত। আপনি যেমন আশা করবেন যে সত্যিই ঈশ্বরের কাছ থেকে আসা এক বার্তা সমগ্র মানবজাতির জন্য হবে, তাই এই বইটি লিখিত আরও অন্যান্য সমস্ত বইয়ের চেয়ে অধিক ভাষায় পাওয়া যায়। আর সেই বইটি হল পবিত্র বাইবেল। এটিতে স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, স্বয়ং ঈশ্বর প্রকাশ করেছেন যে, তিনি কে এবং তাঁর নাম কী। আপনি কি সেই নামটা জানেন? আপনি কি জানেন যে ঈশ্বর কীধরনের ব্যক্তি সেই বিষয়ে বাইবেল কী বলে? আপনি কি জানেন যে, ঈশ্বর আপনার কাছ থেকে কী চান সেই বিষয়ে এটি কী বলে?

[২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

প্রচ্ছদ: Chad Ehlers/Index Stock Photography

[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

পাহাড়: Chad Ehlers/Index Stock Photography