সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি সাদরে আমন্ত্রিত

আপনি সাদরে আমন্ত্রিত

আপনি সাদরে আমন্ত্রিত

 শেষ ভোজ, যেটি প্রভু যিশু খ্রিস্ট প্রায় ২,০০০ বছর আগে প্রবর্তন করেছিলেন, সেটি শুধু ঐতিহাসিক আগ্রহজনক কোনো ঘটনার চেয়ে আরও বেশি কিছু। সূচনালগ্ন থেকেই লোকেদের ওপর এটির এক জোরালো প্রভাব রয়েছে। সেই রাতে যা ঘটেছিল, সেই বিষয়ে তারা সুসমাচারের বিবরণগুলো পড়ার পর অনুপ্রাণিত হয়ে, অনেকে বিভিন্ন উপায়ে প্রভুর ভোজ উদ্‌যাপন করার জন্য চেষ্টা করেছে।

এগুলো সমস্ত কিছু বোধগম্য কারণ যিশু খ্রিস্ট নিজে তাঁর অনুসারীদের এই ঘটনাটি উদ্‌যাপন করার আদেশ দিয়েছিলেন আর তাই তারা তা নিয়মিত করে থাকে। তিনি তাদের নির্দিষ্ট করে বলেছিলেন: “ইহা আমার স্মরণার্থে করিও।”—লূক ২২:১৯; ১ করিন্থীয় ১১:২৩-২৫.

অবশ্য, এই উদ্‌যাপন সত্যিই এক উপকারজনক ঘটনা হতে হলে একজন ব্যক্তির এটির অর্থ সম্বন্ধে সঠিক বোধগম্যতা থাকতে হবে, যা ঈশ্বরের বাক্য বাইবেলে পাওয়া যায়। এ ছাড়া, কখন এবং কীভাবে এই ঘটনা উদ্‌যাপন করতে হবে, সেই বিষয়ে বাইবেলে যা বলা আছে, তা জানাও গুরুত্বপূর্ণ।

যিশুর আদেশের প্রতি বাধ্য হয়ে সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিরা যিশুর মৃত্যুর স্মরণার্থ উদ্‌যাপন করার জন্য ২০০৩ সালের ১৬ই এপ্রিল, বুধবার সন্ধ্যায় একত্রে মিলিত হবে। সেই সময় তারা শাস্ত্র পরীক্ষা করবে এবং প্রভু যিশু খ্রিস্টের প্রতি তাদের বিশ্বাস ও প্রেমকে পুনরুজ্জীবিত করবে, যিনি বলেছিলেন: “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” (যোহন ৩:১৬) সেই সন্ধ্যায় তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনি সাদরে আমন্ত্রিত, যাতে আপনিও হয়তো যিশু খ্রিস্ট এবং স্বর্গীয় পিতা, যিহোবা ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ও প্রেমকে আরও শক্তিশালী করতে পারেন।