সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্ব নিরীক্ষা

বিশ্ব নিরীক্ষা

যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক টাইমস্‌-এর একটা রিপোর্ট অনুসারে, ‘ধূমপান করেন না এমন একজন ব্যক্তির চেয়ে একজন ধূমপায়ী কর্মচারী তার নিয়োগকর্তার যে-পরিমাণ ক্ষতি করেন, তা বছরে ৫,৮১৬ ডলারেরও বেশি।’ ওহাইও স্টেট ইউনিভার্সিটি-র গবেষকদের সংগ্রহ করা তথ্য অনুসারে, এই আনুমানিক অতিরিক্ত ক্ষতির কারণ হল, ধূমপান করার জন্য বিরতি নেওয়া, চিকিৎসা খাতে অতিরিক্ত খরচ এবং প্রায়ই কাজে না আসা। আরেকটা কারণ হল, নিকোটিনের আসক্তির কারণে নির্দিষ্ট সময়ে মাদকদ্রব্য না পাওয়ার ফলে সেই ব্যক্তির কর্মক্ষমতা কমে যাওয়া।

ইতালি

“পাদরি ও তাদের সহযোগীরা মুখে যা বলে, কাজে তা করে না। আর এই বিষয়টা গির্জাগুলোর ওপর লোকেদের আস্থাকে নষ্ট করছে।”—পোপ ফ্রান্সিস।

মালয়েশিয়া

মালয়েশিয়া কর্তৃপক্ষ ২৪ টন চোরাই হাতির দাঁতের জিনিস বাজেয়াপ্ত করেছে, যা ১০০০-রও বেশি হাতির দাঁত দিয়ে তৈরি। এগুলো মেহগনি কাঠ বোঝাই জাহাজের মধ্যে লুকানো ছিল। পরিবেশ সংরক্ষণকারীরা বলেছে যে, এটা হল এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাজেয়াপ্ত করা মাল। এই জিনিসগুলো টোগো থেকে চিনে যাচ্ছিল।

আফ্রিকা

২০১২ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, গত কয়েক বছরে ৬৩ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর কারণ হল বিভিন্ন সংক্রামক রোগ বিশেষ করে এইচআইভি/এইডস, ডায়ারিয়া, ম্যালেরিয়া, যক্ষ্মা এবং বিভিন্ন শিশুরোগ।

অস্ট্রেলিয়া

স্মার্টফোনে ও অন্যান্য যন্ত্রে কৃত্রিম জুয়া খেলার অ্যাপস্‌ (অ্যাপ্লিকেশনগুলো) ছোটো ছেলে-মেয়েদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। কিছু কিছু গেম আসল ক্যাসিনো গেমের অনুকরণে তৈরি, কিন্তু সেগুলোতে জেতা খুব সহজ। একটা সরকারি রিপোর্ট সাবধান করে যে, এই ধরনের কৃত্রিম গেমগুলো হয়তো জুয়া খেলার প্রতি ছোটো ছেলে-মেয়েদের প্রবণতাকে বৃদ্ধি করতে পারে “এবং তারা হয়তো ভবিষ্যতে জুয়া খেলায় জড়িয়ে পড়তে পারে।” (g14-E 02)