“উল্লেখযোগ্যভাবে অর্থপূর্ণ”
“উল্লেখযোগ্যভাবে অর্থপূর্ণ”
জার্মানির ক্যাসেলে এক আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীতে যিহোবার সাক্ষিদের সাহিত্যাদির ছবিগুলো সম্বন্ধে এই মন্তব্য করা হয়েছিল। ষোলো বছর বয়সী কাটিয়া ও তার সহছাত্রছাত্রীরা যখন এই প্রদর্শনী পরিদর্শন করেছিল এবং কিছু ধর্মীয় শিল্পকলা লক্ষ করছিল, তখন কী ঘটেছিল সে বর্ণনা করে:
“আমাদের গাইড ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেছিলেন যে, তারা যিহোবার সাক্ষিদের পত্রিকাগুলো কখনও যাচাই করে দেখেছে কি না। যখন সকলেই না বলেছিল, তখন তিনি প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার ছবিগুলোর অনেক প্রশংসা করতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে, ছবিগুলো অত্যন্ত সুন্দরভাবে অঙ্কন করা হয় এবং আলোকচিত্রগুলো সঠিকভাবে বাছাই করা হয় ও সেইসঙ্গে সেগুলো ‘উল্লেখযোগ্যভাবে অর্থপূর্ণ।’
“তিনি আমাদের বলেছিলেন যে, এই আগ্রহজনক ছবিগুলো আমাদের মনোযোগপূর্বক পরীক্ষা করে দেখা উচিত” আর এও তিনি বলেছিলেন যে, বাইবেলের ঘটনাগুলোকে আধুনিক দিনের ছবি দিয়ে বর্ণনা, এগুলো আমাদের সময়ে কীভাবে প্রযোজ্য সেটা দেখতে সহজ করে। এরপর তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছিলেন যে, তাদেরকে যখন এই পত্রিকাগুলো নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়, তখন তারা যেন সেগুলো গ্রহণ করে আর বলেছিলেন যে, কেবল ছবিগুলো দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকা নয় কিন্তু সেইসঙ্গে অত্যন্ত তথ্যমূলক এবং আগ্রহজনক প্রবন্ধগুলোও তাদের পড়া উচিত। (g০৪ ৪/২২)