এটা হাওয়ায় ভেসে এসেছিল
এটা হাওয়ায় ভেসে এসেছিল
ভারতের মুম্বাই শহরের রাস্তায় একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছিলেন যখন আকস্মিক দমকা হাওয়ায় একটি ছাপানো পৃষ্ঠা তার পায়ের কাছে উড়ে আসে। সেটি ছিল রাজ্য সংবাদ নং. ৩৬, যেটির শিরোনাম হল “নতুন সহস্রাব্দ—আপনার জন্য কী আনবে?” বিষয়টা তার দৃষ্টি আকর্ষণ করেছিল। সময় নষ্ট না করে তিনি সেটা তুলে নিয়েছিলেন ও পুরো লিফলেটটি পড়ে ফেলেছিলেন। তার আগ্রহ জেগে উঠেছিল এবং আরও কিছু জানার জন্য তিনি একটা বাইবেল ও অন্যান্য প্রকাশনাগুলো পাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই লিফলেটে বিশ্বাসকে শক্তিশালী করার মতো বিষয়গুলো রয়েছে। এটা স্পষ্টভাবে ব্যাখ্যা করে যে আমরা যে-সমস্যাগুলোর মুখোমুখি হই যেমন, অসুস্থতা, দরিদ্রতা ও যুদ্ধ সেগুলোর কারণ হল “লোভ, অবিশ্বাস ও স্বার্থপরতা, যেগুলোকে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি বা রাজনীতি দিয়ে দূর করা যাবে না।” এ ছাড়া, এই ট্র্যাক্টটি আরও দেখায় যে, নিকট ভবিষ্যতে ঈশ্বর এই পৃথিবীকে সমস্ত দুষ্টতা থেকে মুক্ত করবেন।
ভবিষ্যতের জন্য বাইবেলের প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে আপনি কি আরও কিছু জানতে চান? যিহোবার সাক্ষিরা বাইবেল-ভিত্তিক প্রকাশনাগুলো, যেগুলোর অন্তর্ভুক্ত ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার ব্যবহার করে লক্ষ লক্ষ ব্যক্তির ঘরে গিয়ে বাইবেল শেখায়। এই ব্রোশারটি এইধরনের প্রশ্নগুলোর উত্তর দেয় যেমন: “ঈশ্বর কে? পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী? ঈশ্বরের রাজ্য কী? বাইবেল কীভাবে আপনার পারিবারিক জীবনকে উন্নত করতে পারে?
আপনি যদি চান যে, ঈশ্বর নিকট ভবিষ্যতে কী করবেন, তা জানার জন্য আপনাকে সাহায্য করতে যিহোবার সাক্ষিরা আপনার বাড়িতে আসুক, তা হলে তা করতে তারা আনন্দিত হবে এবং ঈশ্বরের রাজ্য সম্বন্ধে আরও তথ্য জানাবে। নিচে দেওয়া কুপনটা পূরণ করুন এবং যাতে তারা আপনাকে সাহায্য করতে পারে সেইজন্য ৫ পৃষ্ঠায় দেওয়া উপযুক্ত যেকোনো ঠিকানায় ডাকযোগে তা পাঠান। (g০৩ ১/২২)
□ ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার সম্বন্ধে আমাকে আরও কিছু তথ্য পাঠান।
□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করানোর জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।