সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদ বিষয় | স্বর্গদূত​—⁠তারা কি বাস্তব? কেন তা জানা গুরুত্বপূর্ণ?

স্বর্গদূতেরা যেভাবে আপনাকে সাহায্য করতে পারে

স্বর্গদূতেরা যেভাবে আপনাকে সাহায্য করতে পারে

বিশ্বস্ত স্বর্গদূতেরা মানুষের ব্যাপারে খুবই আগ্রহী আর সেইসঙ্গে তারা যিহোবার ইচ্ছা সম্পাদন করার কাজে ব্যস্ত থাকে। ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখন স্বর্গদূতেরা ‘একসঙ্গে আনন্দরব করিয়াছিল, ঈশ্বরের পুত্ত্রগণ সকলে জয়ধ্বনি করিয়াছিল।’ (ইয়োব ৩৮:৪, ৭) স্বর্গদূতেরা সমগ্র ইতিহাসজুড়ে পৃথিবীতে যা-কিছু ঘটতে চলেছে, সেই বিষয়ে করা ভবিষ্যদ্‌বাণী “হেঁট হইয়া” দেখার আকাঙ্ক্ষা করে থাকে।—১ পিতর ১:১১, ১২.

বাইবেল জানায়, ঈশ্বরের ইচ্ছা যাতে সম্পাদিত হয়, সেইজন্য স্বর্গদূতেরা কোনো কোনো সময়ে সত্য উপাসকদের সুরক্ষা প্রদান করে। (গীতসংহিতা ৩৪:৭) উদাহরণ হিসেবে বলা যায়:

  • ঈশ্বর যখন দুষ্ট শহর সদোম ও ঘমোরার উপর ধ্বংস নিয়ে এসেছিলেন, তখন এক স্বর্গদূত ধার্মিক লোট ও তার পরিবারকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন।—আদিপুস্তক ১৯:১, ১৫-২৬.

  • প্রাচীন বাবিলে যখন তিন জন ইব্রীয় যুবককে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, তখন ঈশ্বর ‘আপন দূত প্রেরণ করিয়া, তাঁহার সেই দাসদিগকে উদ্ধার করিয়াছিলেন।’—দানিয়েল ৩:১৯-২৮.

  • ধার্মিক ব্যক্তি দানিয়েল ক্ষুধার্ত সিংহের গর্তে রাত কাটিয়েছিলেন। কীভাবে তিনি রক্ষা পেয়েছিলেন, তা ব্যাখ্যা করতে গিয়ে দানিয়েল বলেন, ‘ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছিলেন।’—দানিয়েল ৬:১৬, ২২.

অনেক আগে থেকেই স্বর্গদূতেরা বিশ্বস্ত ব্যক্তিদের সাহায্য করে চলেছে

স্বর্গদূতেরা প্রাথমিক খ্রিস্টীয় মণ্ডলীকে সাহায্য করেছিল

কখনো কখনো ঈশ্বরের বার্তাবাহক দূতেরা তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য প্রাথমিক খ্রিস্টীয় মণ্ডলীর বিভিন্ন কাজকর্মে হস্তক্ষেপ করেছিল। উদাহরণ হিসেবে বলা যায়:

  • একজন স্বর্গদূত কারাগারের দরজা খুলে দিয়েছিলেন এবং সেখানে থাকা প্রেরিতদের নির্দেশনা দিয়েছিলেন, যাতে তারা আবারও মন্দিরে গিয়ে প্রচার করে।—প্রেরিত ৫:১৭-২১.

  • একজন স্বর্গদূত সুসমাচার প্রচারক ফিলিপকে যিরূশালেম থেকে ঘসার দিকে মরুভূমির মধ্যে দিয়ে বিস্তৃত পথে যাওয়ার এবং একজন ইথিওপীয় ব্যক্তির কাছে প্রচার করার নির্দেশনা দিয়েছিলেন, যিনি যিরূশালেমে উপাসনা করার জন্য এসেছিলেন।—প্রেরিত ৮:২৬-৩৩.

  • ঈশ্বর যখন চেয়েছিলেন, ন-যিহুদিরা খ্রিস্টান হোক, তখন একজন স্বর্গদূত দর্শনে রোমীয় শতপতি কর্ণীলিয়ের সামনে উপস্থিত হয়েছিলেন এবং তাকে নির্দেশনা দিয়েছিলেন, যেন তিনি প্রেরিত পিতরকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানান।—প্রেরিত ১০:৩-৫.

  • প্রেরিত পিতর যখন কারাগারে ছিলেন, তখন একজন স্বর্গদূত তার কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন।—প্রেরিত ১২:১-১১.

স্বর্গদূতেরা যেভাবে আপনাকে সাহায্য করতে পারে

বাইবেলের সময় ঈশ্বর লোকেদের অলৌকিকভাবে সাহায্য করার জন্য স্বর্গদূতদের ব্যবহার করতেন। কিন্তু, বর্তমানেও ঈশ্বর অলৌকিকভাবে লোকেদের সাহায্য করেন কি না, সেই বিষয়ে কোনো প্রমাণ নেই। তবে, আমাদের সময় সম্বন্ধে যিশু বলেছিলেন: “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।” (মথি ২৪:১৪) আপনি কি জানেন, খ্রিস্টের শিষ্যেরা স্বর্গদূতের তত্ত্বাবধানে এই প্রচার কাজ করে চলেছে?

স্বর্গদূতেরা পৃথিবীব্যাপী সুসমাচার প্রচার কাজে সাহায্য করে

প্রকাশিত বাক্য বই ইঙ্গিত দেয়, পৃথিবীব্যাপী লোককে যিহোবা ঈশ্বর সম্বন্ধে ও মানবজাতির জন্য তাঁর উদ্দেশ্য সম্বন্ধে শিখতে স্বর্গদূতেরা অধ্যবসায়ের সঙ্গে সাহায্য করে চলেছে। প্রেরিত যোহন লিখেছিলেন: “আমি আর এক দূতকে দেখিলাম, তিনি আকাশের মধ্যপথে উড়িতেছেন, তাঁহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী-নিবাসীদিগকে, প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে, সুসমাচার জানান; তিনি উচ্চ রবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় কর ও তাঁহাকে গৌরব প্রদান কর, কেননা তাঁহার বিচার-সময় উপস্থিত; যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের উনুই সকল উৎপন্ন করিয়াছেন, তাঁহার ভজনা কর।” (প্রকাশিত বাক্য ১৪:৬, ৭) আধুনিক দিনের বিভিন্ন অভিজ্ঞতা প্রমাণ দেয়, এই স্বর্গদূতেরা পৃথিবীব্যাপী রাজ্যের প্রচার কাজে সাহায্য করে চলেছে। আসলে, যখন কোনো পাপী ব্যক্তি অনুতপ্ত হয় এবং যিহোবার প্রতি মন ফেরায়, তখন “ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।”—লূক ১৫:১০.

যখন এই প্রচার কাজ সম্পূর্ণ হবে, তখন কী ঘটবে? এরপর, স্বর্গদূতদের নিয়ে গঠিত “স্বর্গস্থ সৈন্যগণ” রাজাদের রাজা যিশু খ্রিস্টকে আরমাগিদোনে ‘সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের মহাদিনের যুদ্ধার্থে’ সাহায্য করবে। (প্রকাশিত বাক্য ১৬:১৪-১৬; ১৯:১৪-১৬) এরপর, “যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড” দেওয়া হবে। প্রভু যিশু যখন নিজে এই দণ্ড দেবেন, তখন এই শক্তিশালী স্বর্গদূতেরা ঈশ্বরের বিচারের সংহারক হিসেবে কাজ করবে।—২ থিষলনীকীয় ১:৭, ৮.

তাই নিশ্চিত থাকুন, স্বর্গদূতেরা ব্যক্তিগতভাবে আপনার প্রতি আগ্রহী। যারা যিহোবাকে সেবা করতে ইচ্ছুক, তাদের মঙ্গলের প্রতি স্বর্গদূতদের গভীর চিন্তা রয়েছে আর পৃথিবীতে তাঁর বিশ্বস্ত দাসদের শক্তিশালী করার ও সুরক্ষা প্রদান করার জন্য যিহোবা বার বার স্বর্গদূতদের ব্যবহার করেছেন।—ইব্রীয় ১:১৪.

তাই, আমাদের প্রত্যেককে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সারা পৃথিবীতে যে-সুসমাচার ঘোষণা করা হচ্ছে, তা কি আমরা শুনব ও সেটার প্রতি বাধ্য হব? আপনার এলাকার যিহোবার সাক্ষিরা আপনাকে সাহায্য করতে পেরে খুশি হবে, যাতে আপনি ঈশ্বরের পরাক্রমী স্বর্গদূতদের প্রেমময় সাহায্য থেকে উপকার লাভ করেন।