অধ্যয়নের জন্য পরামর্শ
ব্যক্তিগত অধ্যয়ন এবং পারিবারিক উপাসনায় কী করবেন?
এটা ঠিক, আমরা সভাগুলোতে ও সম্মেলনগুলোতে একসঙ্গে মিলিত হয়ে যিহোবার উপাসনা করি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এবং পরিবারগতভাবেও তাঁর উপাসনা করি। নীচে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলো আপনারা ব্যক্তিগত অধ্যয়নে এবং পারিবারিক উপাসনায় কাজে লাগাতে পারেন:
-
সভাগুলোর জন্য প্রস্তুতি নিন। আপনি গান প্র্যাকটিস করতে পারেন এবং সবাই একে অন্যকে সভার উত্তর প্রস্তুত করার জন্য সাহায্য করতে পারে।
-
বাইবেলের কোনো ঘটনা পড়ুন। এরপর, আপনি সেই ঘটনার একটা ছবি আঁকতে পারেন অথবা আপনি যা শিখেছেন, তা লিখতে পারেন।
-
বাইবেলে দেওয়া কোনো প্রার্থনা পড়ুন এবং সেটা নিয়ে চিন্তা করুন। চিন্তা করুন, আপনি কীভাবে আরও ভালো করে প্রার্থনা করতে পারেন।
-
আমাদের সংগঠনের কোনো ভিডিও দেখুন এবং তা নিয়ে আলোচনা করুন অথবা আপনি কী শিখেছেন, তা লিখুন।
-
প্রচার করার জন্য প্রস্তুতি নিন। আপনি কীভাবে লোকদের সঙ্গে কথা বলবেন, তা প্র্যাকটিস করতে পারেন।
-
যিহোবার সৃষ্টি দেখুন এবং চিন্তা করুন অথবা আলোচনা করুন, সেটা থেকে আপনি যিহোবা সম্বন্ধে কী শিখেছেন। a
a ২০২৩ সালের মার্চ মাসের প্রহরীদুর্গ পত্রিকায় দেওয়া “সৃষ্টি দেখুন এবং যিহোবা সম্বন্ধে জানুন!” প্রবন্ধটা দেখুন।