নোহ—বিশ্বাসের কারণে তিনি বাধ্যতা দেখিয়েছিলেন
এক দুষ্ট জগতে নোহ কীভাবে যিহোবার প্রতি বিশ্বাস ও বাধ্যতা দেখানোর মাধ্যমে রক্ষা পেয়েছিলেন, তা জানুন। আদিপুস্তক ৬:১–৮:২২; ৯:৮-১৬.
আপনি হয়তো এটাও দেখতে চাইবেন
তাদের বিশ্বাস অনুকরণ করুন
নোহ “ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন”
তাদের সন্তানদের বড়ো করে তোলার ক্ষেত্রে নোহ ও তার স্ত্রী কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়েছিলেন? জাহাজ নির্মাণের ক্ষেত্রে তারা কীভাবে বিশ্বাস দেখিয়েছিলেন?
প্রহরীদুর্গ
নোহ ‘আর সাত জনের সহিত রক্ষা’ পেয়েছিলেন
নোহ ও তার পরিবার কীভাবে মানবজাতির সেই কঠিনতম সময়ে রক্ষা পেয়েছিলেন?
প্রহরীদুর্গ
হনোক: “তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন”
আপনাকে যদি পরিবারের ভরণ-পোষণ জোগাতে হয় কিংবা সত্যের পক্ষসমর্থন করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়, তা হলে আপনি হনোকের বিশ্বাস থেকে অনেক কিছু শিখতে পারেন।