সরাসরি বিষয়বস্তুতে যান

বাইবেলের পদের ব্যাখ্যা

গীতসংহিতা ৪৬:১০—“তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই ঈশ্বর”

গীতসংহিতা ৪৬:১০—“তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই ঈশ্বর”

 “পরাজয় মেনে নাও আর জেনে রেখো, আমিই ঈশ্বর। জাতিগুলোর মধ্যে আমার প্রশংসা করা হবে, সারা পৃথিবীতে আমার প্রশংসা করা হবে।”—গীতসংহিতা ৪৬:১০, নতুন জগৎ অনুবাদ।

 “তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই ঈশ্বর; সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে পৃথিবী।”—গীতসংহিতা ৪৬:১০, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

গীতসংহিতা ৪৬:১০ পদে বলা কথাগুলোর অর্থ কী?

 ঈশ্বর আমাদের প্রত্যেককে বলেন, আমরা যেন তাঁকে উপাসনা করি এবং পৃথিবীর উপর শাসন করার যে-অধিকার তাঁর রয়েছে, তা স্বীকার করি। যারা চিরকাল বেঁচে থাকতে চায়, তাদের প্রত্যেককে এটা স্বীকার করতেই হবে।—প্রকাশিত বাক্য ৪:১১.

 “পরাজয় মেনে নাও আর জেনে রেখো, আমিই ঈশ্বর।” কোনো কোনো বাইবেল অনুবাদে এই কথাগুলোর প্রথম অংশকে “তোমরা থাম” হিসেবে অনুবাদ করা হয়েছে। এই কারণে অনেকে ভুলভাবে এইরকম চিন্তা করে যে, এটা গির্জার মধ্যে সম্মান বজায় রাখা অথবা চুপ থাকার এক আদেশ। কিন্তু, যে-ইব্রীয় অভিব্যক্তিকে “পরাজয় মেনে নাও আর জেনে রেখো, আমিই ঈশ্বর” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা সমস্ত জাতির লোকদের উদ্দেশে স্বয়ং যিহোবা a ঈশ্বরের কাছ থেকে এক পরামর্শ। তিনি লোকদের উৎসাহিত করেছেন, তারা যেন তাঁর বিরোধিতা করা বন্ধ করে এবং এটা মেনে নেয় যে, একমাত্র তিনিই উপাসনা পাওয়ার যোগ্য।

 গীতসংহিতার ২ গীতেও একইরকম পরামর্শ রয়েছে। সেখানে ঈশ্বর সেই লোকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিজ্ঞা করেন, যারা তাঁর বিরোধিতা করে। অন্যদিকে, যারা ঈশ্বরের কর্তৃত্বকে স্বীকার করে, তারা তাঁর কাছে নির্দেশনা, শক্তি ও প্রজ্ঞা চায়। ’ঈশ্বরের কাছে আশ্রয় নেওয়ার’ মাধ্যমে তারা সুখ ও নিরাপত্তা লাভ করে আর তা বিশেষভাবে কঠিন সময়গুলোতে।—গীতসংহিতা ২:৯-১২.

 “জাতিগুলোর মধ্যে আমার প্রশংসা করা হবে, সারা পৃথিবীতে আমার প্রশংসা করা হবে।” অতীতে, যিহোবা ঈশ্বর যখন তাঁর লোকদের সুরক্ষিত রাখার জন্য তাঁর মহাশক্তি ব্যবহার করেছিলেন, তখন লোকেরা তাঁর প্রশংসা করেছিল। (যাত্রাপুস্তক ১৫:১-৩) ভবিষ্যতে, পৃথিবীর প্রত্যেকে যখন তাঁর কর্তৃত্ব মেনে নেবে এবং তাঁর উপাসনা করবে, তখন আরও অনেক বেশি করে তাঁর প্রশংসা করা হবে।—গীতসংহিতা ৮৬:৯, ১০; যিশাইয় ২:১১.

গীতসংহিতা ৪৬:১০ পদের প্রসঙ্গ কী?

 একটা বইয়ে গীতসংহিতার ৪৬ গীত সম্বন্ধে বলা হয়েছে যে, এই গীত “তাঁর লোকদের ক্ষমতাবান রক্ষাকর্তা ঈশ্বরের শক্তি নিয়ে আনন্দ করার এক স্তোত্র।” গীতসংহিতার ৪৬ গীত গাওয়ার সময় ঈশ্বরের লোকেরা তাদের সুরক্ষা জোগানোর এবং সাহায্য করার বিষয়ে যিহোবার ক্ষমতার উপর তাদের নির্ভরতা প্রকাশ করেছে। (গীতসংহিতা ৪৬:১, ২) এই কথাগুলো তাদের মনে করিয়ে দিয়েছিল যে, যিহোবা সবসময় তাদের সঙ্গে রয়েছেন।—গীতসংহিতা ৪৬:৭, ১১.

 যিহোবা ঈশ্বরের রক্ষা করার ক্ষমতার উপর তাদের নির্ভরতাকে আরও শক্তিশালী করার জন্য গীতরচক যিহোবার চমৎকার কাজগুলো নিয়ে তাদের চিন্তা করার জন্য উৎসাহিত করেছিলেন। (গীতসংহিতা ৪৬:৮) নির্দিষ্টভাবে বললে, এটা যুদ্ধ শেষ করার বিষয়ে তাঁর ক্ষমতার উপর মনোযোগ আকর্ষণ করিয়েছে। (গীতসংহিতা ৪৬:৯) এক অর্থে, বাইবেলের সময়ে যিহোবা তাঁর লোকদের শত্রু জাতিগুলোর হাত থেকে সুরক্ষা জোগানোর মাধ্যমে যুদ্ধ শেষ করেছিলেন। কিন্তু, বাইবেল প্রতিজ্ঞা করে যে, পৃথিবীব্যাপী যুদ্ধ শেষ করার মাধ্যমে ঈশ্বর শীঘ্রই পুরোপুরিভাবে যুদ্ধ শেষ করবেন।—যিশাইয় ২:৪.

 ঈশ্বর কি এখনও তাঁর উপাসকদের সাহায্য করেন? হ্যাঁ। আসলে, প্রেরিত পৌল খ্রিস্টানদের উৎসাহিত করেছিলেন যেন তারা সাহায্যের জন্য ঈশ্বরের উপর নির্ভর করে। (ইব্রীয় ১৩:৬) গীতসংহিতার ৪৬ গীতে যা বলা হয়েছে, সেগুলো ঈশ্বরের সুরক্ষা করার ক্ষমতার উপর আমাদের আস্থাকে শক্তিশালী করে। এই গীত ঈশ্বরকে “আমাদের আশ্রয়স্থান ও শক্তি” হিসেবে দেখার জন্য সাহায্য করে।—গীতসংহিতা ৪৬:১.

 গীতসংহিতা বইয়ের ভূমিকা দেখার জন্য এই ছোটো ভিডিওটা দেখুন

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম। (গীতসংহিতা ৮৩:১৮) “যিহোবা কে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।