তাদের বিশ্বাস অনুকরণ করুন—বাইবেলে উল্লেখিত পুরুষ ও নারীদের জীবনকাহিনি
এই ধারাবাহিক প্রবন্ধগুলোতে বাইবেলে উল্লেখিত এমন পুরুষ ও নারীদের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে, যারা অসাধারণ বিশ্বাস দেখিয়েছিল। a বাইবেলে উল্লেখিত এই ব্যক্তিরা এবং তাদের বিশ্বাসের উদাহরণ আপনাকে নিজের বিশ্বাস আরও শক্তিশালী করতে এবং ঈশ্বরের আরও নিকটবর্তী হতে সাহায্য করবে।
a আপনি যাতে দৃশ্যগুলো মনের চোখে কল্পনা করতে পারেন এবং এই বিশ্বাসের কাহিনিগুলো যাতে আপনার কাছে একেবারে জীবন্ত হয়ে ওঠে, সেইজন্য এই ধারাবাহিক প্রবন্ধগুলোতে এমন কিছু তথ্য রয়েছে, যেগুলো বাইবেলে পাওয়া যায় না। এই তথ্যগুলো সম্বন্ধে ভালোভাবে গবেষণা করা হয়েছে, যাতে এগুলো বাইবেলের বিবরণের সঙ্গে ও সেইসঙ্গে ঐতিহাসিক নথি এবং প্রত্নতত্ত্ববিদ্দের অনুসন্ধানগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
সৃষ্টি থেকে জলপ্লাবন
হেবল—“তিনি মৃত হইলেও এখনও কথা কহিতেছেন”
যদিও বাইবেলে হেবল সম্বন্ধে খুব কম কথাই বলা আছে, তবুও আমরা হেবল এবং তার বিশ্বাস থেকে কী শিখতে পারি?
হনোক: “তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন”
আপনাকে যদি পরিবারের ভরণ-পোষণ জোগাতে হয় কিংবা সত্যের পক্ষসমর্থন করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়, তা হলে আপনি হনোকের বিশ্বাস থেকে অনেক কিছু শিখতে পারেন।
নোহ “ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন”
তাদের সন্তানদের বড়ো করে তোলার ক্ষেত্রে নোহ ও তার স্ত্রী কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়েছিলেন? জাহাজ নির্মাণের ক্ষেত্রে তারা কীভাবে বিশ্বাস দেখিয়েছিলেন?
নোহ ‘আর সাত জনের সহিত রক্ষা’ পেয়েছিলেন
নোহ ও তার পরিবার কীভাবে মানবজাতির সেই কঠিনতম সময়ে রক্ষা পেয়েছিলেন?
The Days of the Patriarchs
অব্রাহাম—‘যাহারা বিশ্বাস করে, তাহাদের সকলের পিতা’
কীভাবে অব্রাহাম বিশ্বাস দেখিয়েছিলেন? কোন কোন উপায় আপনি অব্রাহামের বিশ্বাস অনুকরণ করতে চান?
সারা: “তুমি দেখিতে সুন্দরী”
মিশরে ফরৌণের কয়েক জন অধ্যক্ষ সারার অসাধারণ সৌন্দর্য লক্ষ করেছিলেন। এরপর কী ঘটেছিল, তা জেনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন।
ঈশ্বর তাকে “রাণী” বলে সম্বোধন করেছিলেন
কেন এই নতুন নাম সারার জন্য উপযুক্ত ছিল?
“আমি কি ঈশ্বরের প্রতিনিধি?”
আপনার পরিবারে কি কখনো হিংসা, বিশ্বাসঘাতকতা অথবা ঘৃণা দেখা গিয়েছে? যদি তা-ই হয়, তা হলে বাইবেলে বলা যোষেফের গল্প থেকে আপনি উপকার পেতে পারেন।
ইয়োব—“আমি আপন বিশ্বস্ততা ত্যাগ করিব না”
কীভাবে বাইবেলে উল্লেখিত ইয়োবের কাহিনি আমাদের দুঃখকষ্ট এবং বিশ্বাসের অন্যান্য পরীক্ষার সঙ্গে মোকাবিলা করার জন্য সাহায্য করতে পারে?
ইয়োব—যিহোবা তার কষ্ট দূর করেন
আমরা যদি ইয়োবের মতো আমাদের বিশ্বস্ততাকে বজায় রাখি, তা হলে আমরা শয়তানকে পরাজিত করতে পারব আর আমাদের প্রেমময় পিতা যিহোবাকে অনেক আনন্দিত করে তুলতে পারব!
The Exodus and the Days of the Judges
রূৎ—“তুমি যেখানে যাইবে, আমিও তথায় যাইব”
কেন রূৎ তার পরিবার এবং দেশ ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন? কোন গুণাবলির কারণে তিনি যিহোবার কাছে মূল্যবান হয়ে উঠেছিলেন?
রূৎ—“এক চমৎকার মহিলা”
রূৎ এবং বোয়সের বিয়ে কেন উল্লেখযোগ্য ছিল? রূৎ এবং নয়মীর কাছ থেকে পরিবার সম্বন্ধে আমরা কী শিখতে পারি?
হান্না প্রার্থনায় ঈশ্বরের কাছে তার হৃদয় উজাড় করে দিয়েছিলেন
যিহোবার ওপর হান্নার বিশ্বাস তাকে এমন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করেছিল, যেটা দূর হওয়া অসম্ভব বলে মনে হয়েছিল।
শমূয়েল “সদাপ্রভুর সাক্ষাতে বাড়িয়া উঠিতে লাগিলেন”
শমূয়েলের ছোটোবেলার ঘটনা কেন আলাদা ছিল? তিনি যখন আবাসে ছিলেন, তখন কী তার বিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করেছিল?
বিভিন্ন হতাশা সত্ত্বেও শমূয়েল ধৈর্য ধরেছিলেন
আমরা সকলেই এমন কষ্ট এবং হতাশার মুখোমুখি হই, যেগুলো আমাদের বিশ্বাসকে পরীক্ষায় ফেলে। শমূয়েলের ধৈর্য আমাদেরকে কোন শিক্ষা প্রদান করতে পারে?
The Days of Kings and Prophets
“এই যুদ্ধ সদাপ্রভুর”
কী কারণে দায়ূদ গলিয়াৎকে পরাজিত করতে পেরেছিলেন? দায়ূদের বিবরণ থেকে আমরা কী শিখতে পারি?
অবীগল বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নিয়েছিলেন
অবীগলের বিবাহিত জীবনে যে-সমস্যা ছিল, তা থেকে আমরা কী শিখতে পারি?
এলিয় বিশুদ্ধ উপাসনার পক্ষসমর্থন করেছিলেন
যে-লোকেরা বাইবেলের শিক্ষার সঙ্গে একমত হয় না, তাদের সঙ্গে আচরণ করার সময় আমরা কীভাবে এলিয়কে অনুকরণ করতে পারি?
এলিয় সতর্ক ছিলেন ও অপেক্ষা করেছিলেন
কীভাবে ভাববাদী এলিয় প্রার্থনাপূর্ণ মনোভাব দেখিয়ে যিহোবার প্রতিজ্ঞা পরিপূর্ণ হওয়ার বিষয়ে যিহোবাতে অপেক্ষা করেছিলেন?
এলিয় তার ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা লাভ করেছিলেন
কোন ঘটনাগুলোর কারণে এলিয় এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে, তিনি এমনকী মৃত্যু কামনা করেছিলেন?
যোনা তার ভুলগুলো থেকে শিখেছিলেন
একটা কার্যভার পাওয়ার পর যোনা যে-ভয় পেয়েছিলেন, তা কি আপনি অনুভব করতে পারেন? তার গল্প আমাদেরকে যিহোবার ধৈর্য এবং করুণা সম্বন্ধে মূল্যবান শিক্ষা প্রদান করে।
যোনা করুণা দেখানোর বিষয়ে এক শিক্ষা লাভ করেছিলেন
কীভাবে যোনার বিবরণ নিজেদের সম্বন্ধে এক অকপট মূল্যায়ন করার জন্য আমাদের সাহায্য করতে পারে?
ইষ্টের ঈশ্বরের লোকেদের পক্ষসমর্থন করেছিলেন
ইষ্টেরের মতো আত্মত্যাগমূলক প্রেম দেখানোর জন্য বিশ্বাস এবং সাহস প্রয়োজন।
ইষ্টের বিজ্ঞ, সাহসী ও নিঃস্বার্থ পদক্ষেপ নিয়েছিলেন
কীভাবে ইষ্টের যিহোবার এবং তাঁর লোকেদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছিলেন?
The First Century
মরিয়ম—“দেখুন, আমি যিহোবার দাসী”
স্বর্গদূতের প্রতি মরিয়মের উত্তর তার বিশ্বাস সম্বন্ধে কী প্রকাশ করে? তিনি অন্যান্য কোন মূল্যবান গুণ দেখিয়েছিলেন?
মরিয়ম “হৃদয় মধ্যে আন্দোলন” করেছিলেন
বৈৎলেহমে মরিয়মের অভিজ্ঞতা যিহোবার প্রতিজ্ঞার প্রতি তার বিশ্বাসকে শক্তিশালী করেছিল।
মরিয়ম শোকের খড়গ সহ্য করেছিলেন
আপনি যদি শোকের ‘খড়েগর’ মুখোমুখি হন, তাহলে যিশুর মা, মরিয়মের উদাহরণ আপনাকে সাহায্য করতে পারে।
যোষেফ সুরক্ষা করেছিলেন, ভরণ-পোষণ জুগিয়েছিলেন, দায়িত্ব পালন করেছিলেন
কোন কোন উপায়ে যোষেফ তার পরিবারকে সুরক্ষা করেছিলেন? কেন তিনি মরিয়ম ও যিশুকে মিশরে নিয়ে গিয়েছিলেন?
মার্থা—“আমি বিশ্বাস করিয়াছি”
কীভাবে মার্থা এমনকী চরম শোকের সময়ও অসাধারণ বিশ্বাস দেখিয়েছিলেন?
মগ্দলীনী মরিয়ম—“আমি প্রভুকে দেখেছি!”
এই বিশ্বস্ত নারীকে অন্যদের কাছে সুসমাচার জানানোর বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।
পিতর ভয় ও সন্দেহের বিরুদ্ধে লড়াই করেছিলেন
সন্দেহ এক জোরালো এবং ধ্বংসাত্মক শক্তি হতে পারে। কিন্তু, পিতর যিশুকে অনুকরণ করার বিষয়ে তার যে-ভয় এবং সন্দেহ ছিল, তা তিনি কাটিয়ে উঠেছিলেন।
পিতর পরীক্ষার মধ্যেও অনুগত ছিলেন
পিতরের বিশ্বাস এবং আনুগত্য কীভাবে তাকে যিশুর কাছ থেকে প্রাপ্ত সংশোধন মেনে নিতে সাহায্য করেছিল?
পিতর প্রভুর কাছ থেকে ক্ষমা সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন
ক্ষমা সম্বন্ধে পিতরকে যিশু কোন শিক্ষা প্রদান করেছিলেন? কীভাবে যিশু প্রমাণ দিয়েছিলেন যে, তিনি পিতরকে ক্ষমা করেছেন?